গত আসরের নিয়মটাই চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 15:10:11

বিসিবি বলছে-সাত নম্বর বিপিএল হবে নতুন চক্রের। সামনের চার বছরের জন্য এই চক্র থাকবে। নতুন করে আবার বিসিবির সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজির চুক্তি করতে হবে। দল বদলেও নতুন নিয়ম কাঠামো তৈরির চিন্তা-ভাবনা করছে বিসিবি। নতুন ভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির আগে ক্রিকেটারদের দলবদল বা চুক্তিনামা সবকিছুই গুরুত্বহীন। তবে সমস্যা হলো বিসিবি যখন সপ্তম আসরের বিপিএলের জন্য এমন সব নতুন নিয়ম-কানুনের কথা বলছে তার আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এখন বিসিবি বলছে সেই চুক্তিনামা মূল্যহীন।

এই সঙ্কট দূর করতে বিসিবি গত আসরে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছে। ২১ আগস্ট, বুধবার সেই আলোচনার টেবিলে ছিলো গতবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিসিবির সঙ্গে আলোচনা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল সাংবাদিকদের জানান-‘বিসিবি বারবার বলছে, গেলবারের বিপিএল ছিলো ইতিহাসের সেরা সফল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট যদি সফলই মানছে বিসিবি তাহলে সেই মডেলে বদল কেনো আনতে হবে। বদল আনার তো কোনো মানেই হয় না। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নাফিসা কামাল তার ব্যাখ্যায় বলেন-‘বলা হচ্ছে টুর্নামেন্টের চক্র বদলে গেছে। চক্র বদলেছে মানে এই না যে নিয়মও বদলে যাবে! নতুন চক্র বা সাইকেলে আগের মডেলেই চালিয়ে যেতে পারি। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, তবে আমার মনে হয় না যে পুরো কাঠামোই বদলে ফেলতে হবে। যেহেতু আমাদের হাতে সফল একটা মডেল আছে, তাহলে আমরা কেন সেটা অনুসরণ করবো না?’

বিপিএলের সপ্তম আসরের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেশ আগেভাগে দল গঠনে নেমে পড়ে। গত আসরের সিলেট সিক্সার্সের হয়ে খেলা মুশফিকুর রহিমের সঙ্গে আগেভাগেই চুক্তি করেছে কুমিল্লা।
 
নাফিসা বলছিলেন-‘বিশ্বকাপের মাঝপথে আমরা মুশফিকের সঙ্গে চুক্তিতে সই করেছি। তামিমও বিশ্বকাপের আগেই খুলনা দলে গেছে। কই তখন তো এসব বিষয় নিয়ে কোনো ইস্যু হয়নি? আমাদের তখন জানালে আরো ভালো প্রস্তুতি আমরা নিতে পারতাম। এখন হঠাৎ একটি ইস্যুকে (সাকিবের ঢাকা ছেড়ে রংপুরে যাওয়া) কেন্দ্র করে পুরো কাঠামো বদলে দেয়ার পক্ষে আমি না। আমরা তাই বিসিবিকে প্রস্তুাব দিয়েছি আগের আসরের নিয়ম কানুন ও কাঠামো ধরে রাখতে।’

এ সম্পর্কিত আরও খবর