কাজের ছক সাজিয়ে ফেলেছেন বোলিং কোচ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 21:27:11

তিনি এমন একজনের শূন্যস্থান পূরণ করতে এসেছেন যার সঙ্গে তুলনায় পাত্তা নেই তার। তারকা খ্যাতি-মাঠের ক্রিকেটে সাফল্য সবকিছুতেই পিছিয়ে তিনি। তারপরও চ্যালেঞ্জ নিয়েই কোর্টনি ওয়ালশের জায়গায় নাম লেখালেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। বুধবার টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে নাম লেখালেন এই দক্ষিণ আফ্রিকান।

রীতিমতো হোমওয়ার্ক করেই এসেছেন তিনি। এরইমধ্যে সাজিয়ে ফেলেছেন পেস আক্রমণ নিয়ে ছক। জানিয়ে রেখেছেন পেসারদের লাইন-লেন্থ নিখুঁত করাতেই দৃষ্টি থাকবে তার। যদিও ভাল করেই জানেন, উপমহাদেশের উইকেট স্পিন নির্ভর। এখানে পেসারদের উন্নতি করানো সহজ নয়।

ল্যাঙ্গাভেল্ট বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভাল করেই জানি, উপমহাদেশের উইকেটগুলো স্পিন সহায়ক। এখানে পেস বিভাগ নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং। নতুন বলে সাফল্য পেতে টেকনিক্যাল দিকগুলো জানতে হয়। ওয়াডে কিংবা টেস্ট যাই হোক-নতুন বলে বল করাটা গুরুত্বপূর্ণ। পেস বোলিংয়ের লাইন-লেন্থ ঠিক রেখে বল করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা নিয়েই কাজ করতে চাই।’

নতুন প্রতিভা খুঁজে আনতেও কাজ করে যেতে চান তিনি। ল্যাঙ্গাভেল্ট জানিয়ে দিলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হলো সেই সব পেসারদের খুঁজে বের করা যারা বিদেশের মাঠে ভালো বল করতে পারে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দেশে যেখানে পেস বোলিং পিচ বানানো হয়, সেখানে পেসাররা কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

এর আগে গত মঙ্গলবার ঢাকায় এসেছেন ল্যাঙ্গাভেল্ট। একই দিন ঢাকায় পা রাখেন তারই স্বদেশী বাংলাদেশের নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দুজনই বুধবার মুখোমুখি হলেন গণমাধ্যমের।

ওয়ালশ যখন বাংলাদেশের বোলিং কোচ ছিলেন তখন ভাষাগত কারণে প্রায়ই সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে তরুণদের সঙ্গে যোগাযোগটা ঠিকঠাক মতো হয়নি। ল্যাঙ্গাভেল্ট এই সমস্যা কাটিয়ে উঠতে চান।

বুধবার পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে জানিয়ে রাখলেন, ‘এর আগে আফগানিস্তানে কোচ থাকার সময়ও ভাষা সমস্যা ছিল। যখন আমার সঙ্গে বোলারদের মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হবে তখন আমার ভাষা বাধা হয়ে দাঁড়াবে না! একসঙ্গে কাজ করার জন্য দুই পক্ষের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি বোলারদের সঙ্গে আন্তরিক একটা সম্পর্ক সৃষ্টি হলে, তারাও আমার ভাষা বুঝবে এবং আমিও তাদের সমস্যা বুঝতে পারবো।’

এভাবেও সমস্যা খুঁজে না পেলে ইংরেজি ভাষাভাষী এই কোচ দোভাষীর সাহায্য নেবেন বলে জানিয়ে রাখলেন!

এ সম্পর্কিত আরও খবর