উইলিয়ামসন বিশ্রামে, নেতৃত্বে সাউদি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 12:00:46

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হঠাৎ করেই নেতৃত্ব পাল্টে গেল নিউজিল্যান্ডের। বিশ্বকাপের পর বিশ্রামের সুযোগ পাননি। এরপরই ছুটে আসতে হয়েছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজের পর এ কারণেই ২০ ওভারের ক্রিকেট থেকে তাকে বিশ্রাম দিয়েছেন কিউই নির্বাচকরা।

লঙ্কানদের বিপক্ষে উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।

১ সেপ্টেম্বর থেকে পাল্লেকেলেতে শুরু শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ৩ ও ৬ সেপ্টেম্বর, একই ভেন্যুতে। এই তিন ম্যাচ সিরিজে বিশ্রাম পেলেন পেসার ট্রেন্ট বোল্টও।

টি-টুয়েন্টির ১৪ জনের দলে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার। ইশ সোধি ও মিচেল স্যান্টনারের সঙ্গে টড অ্যাস্টল। ইনজুরি কাটিয়ে উঠা উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সেইফের্টও আছেন দলে।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল-

টিম সাউদি (ক্যাপ্টেন), টড অ্যাস্টল, টম ব্রুস, কলিন ডি’গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কাগলেজিন, ডারিল মিচেল, কলিন মুনরো, সেথ ব়্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেইফের্ট (উইকেটকিপার), ইশ সোধি ও রস টেলর।

এ সম্পর্কিত আরও খবর