এক বছরের জন্য বরখাস্ত শাহজাদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:22:08

আচরণবিধি অমান্য করে এক বছরের জন্য বরখাস্ত হলেন মোহাম্মদ শাহজাদ। এ সময়টাতে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না আফগানিস্তানের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এর আগে এ তারকা ক্রিকেটারের চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার তার বরখাস্তের সময় নির্দিষ্ট করে দিল বোর্ড।

দেশ ছাড়ার আগে বোর্ডের অনুমতি নিতে হয় ক্রিকেটারদের। কিন্তু মোহাম্মদ শাহজাদ নিয়মটা মানেননি। এ অপরাধে শাস্তিটা পেলেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শৃঙ্খলা না মানায় শাহজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এসিবি। ২০ ও ২৫ জুলাই বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি তা করেননি।

জানা গেছে, এসিবিকে না জানিয়েই পাকিস্তানের পেশোয়ারে পাড়ি জমান শাহজাদ। সেখানে তাকে অনুশীলনও করতে দেখা গেছে।

এক বিবৃতিতে বোর্ড থেকে জানানো হয়, ‘দেশেই অনুশীলনের সকল সুযোগ-সুবিধা রয়েছে। এর জন্য আফগান ক্রিকেটারদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’

গত বছর জরিমানা গুনেছিলেন শাহজাদ। সঙ্গে বোর্ড থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আফগানিস্তানে তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে। অন্যথায় তার চুক্তি বাতিল হয়ে যেতে পারে।

অনেক আফগান সতীর্থের মতো পেশোয়ারের শরণার্থী ক্যাম্পে বেড়ে উঠেছেন শাহজাদ। বিয়েও করেন সেখানে। কিন্তু তার মা-বাবা মূলত আফগানিস্তানের নাঙ্গাহারের নাগরিক।

শাহজাদের মতো অনেক আফগান নাগরিক এক সময় শরণার্থী থাকলেও এখন পাকিস্তানের পেশোয়ারে বসবাস করছেন। এবং অস্থায়ী বাসিন্দা হিসেবে দেশটিতে নিবন্ধিত।

হাঁটুর চোটের জন্য জুনে হঠাৎ করেই বিশ্বকাপের মাঝপথে ইংল্যান্ড থেকে শাহজাদকে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান তা অস্বীকার করে জানান, তিনি খেলার জন্য শতভাগ ফিট। সঙ্গে অভিযোগ করেন, বোর্ড ষড়যন্ত্র করে তাকে দল থেকে বাদ দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর