শচীনের পাশে সাউদি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 23:07:08

তার পরিচিতিটা মূলত বোলার। কিন্তু সুযোগ পেলে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন টিম সাউদি। ছোট্ট ইনিংস আরও একবার আলোচনায় নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। গল টেস্টে শুক্রবার ২৩ রান করতে গিয়েই স্পর্শ করলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে একটি ছক্কা হাঁকিয়ে লিটল মাস্টারের রেকর্ড ছুঁয়ে ফেললেন সাউদি।

শুক্রবার গলে ধনঞ্জয় ডি’সিলভাকে ছক্কা হাঁকালেন সাউদি। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে শচীনের ছক্কার রেকর্ড স্পর্শ করেন সাউদি। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে মোট ৬৯টি ছক্কা হাঁকালেন তিনি। রেকর্ড ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে শচীনের ছক্কার সংখ্যা ৬৯টি। অবশ্য সাউদি খেলেছেন মাত্র ৬৬টি টেস্টে (৯৬ ইনিংস)।

এখানেই শেষ নয়, এদিন ছক্কার রেকর্ডে সাউদি পেছনে ফেলেন ইয়াম বোথাম, এবি ডি ভিলিয়ার্স আর সানাৎ জয়াসুরিয়াকেও। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোতে ১৭ নম্বরে এখন সাউদি। ইতিহাস জানাচ্ছে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক টেস্টে ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন।

এদিকে গল টেস্টে খুব একটা সুবিধাজনক স্থানে নেই কিউইরা। ২৪৯ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। এরপর শ্রীলঙ্কা ১ম ইনিংসে তুলে ২৬৭ রান। জবাবে নেমে টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারীরা ১৯৫ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। ১৭৭ রানের লিড নিয়েছে তারা। জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে শনিবার বড় জুটি চাই কিউইদের।

এ সম্পর্কিত আরও খবর