কয়েক সপ্তাহ মাঠের বাইরে অ্যালিসন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 19:52:13

কয়েক সপ্তাহের জন্য মাঠের লড়াইয়ে দর্শক হয়ে গেছেন অ্যালিসন বেকার। কাফ ইনজুরি ছিটকে দিয়েছে লিভারপুলের গোলবারের এ অতন্দ্র প্রহরীকে। ভক্তদের খারাপ খবর দিয়েছেন দ্য রেড কোচ জুর্গেন ক্লপ।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে চোট পান অ্যালিসন।

৪-১ গোলে জয়ের ম্যাচে ৩৯ মিনিট যেতে না যেতেই মাঠ ছাড়েন ২৬ বছরের এ ব্রাজিলিয়ান গোলরক্ষক। তার বদলে মাঠে নামেন চলতি গ্রীষ্মে দলে নাম লেখানো আদ্রিয়ান।

কোচ ক্লপ জানান, ‘চোটটা মোটেই সামান্য ব্যাপার নয়। কাফ ইনজুরি অ্যালিসনকে কিছু দিনের জন্য ফুটবল থেকে ছিটকে দিয়েছে।’

প্রাক মৌসুম অনুশীলন শেষে নতুন মৌসুম মাঠে গড়িয়েছে। তাই নতুন মিশন নিয়ে এখন এগিয়ে যাওয়ার সময়। এমন সময়ে অ্যালিসনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের বাইরে চলে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কোচ ক্লপের কপালে।

অ্যালিসনের অনুপস্থিতি কাভার দিতে কিছু দিনের জন্য বর্ষীয়ান অ্যান্ডি লোনারগানকে দলে ভেড়াতে যাচ্ছে দ্য অ্যানফিল্ড শিবির।

রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে অভিষেক মৌসুমেই নিজের জাত চিনিয়েছেন অ্যালিসন। বনে গেছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার।

সঙ্গে দলকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ইংলিশ লিগে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করতে সহায়তা করেছেন লিভারপুলকে।

এ সম্পর্কিত আরও খবর