হকির উন্মুক্ত ট্রায়ালে উপচে পড়া ভিড়

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:00:02

আসছে বছর ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। তার আগে শক্তিশালী দল গড়তে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। খেলোয়াড় খুঁজে নিতে থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল।

বৃহস্পতিবার থেকে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম শুরু হয়েছে উন্মুক্ত ট্রায়াল। প্রথম দিনেই ট্রায়ালে দেখা মিলল উপচে পড়া ভিড়। দ্বিতীয় বিভাগ হকি লিগের বাছাইকৃত ৫১ জন আর সার্ভিসেস দলসহ শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন উন্মুক্ত ট্রায়ালে।

প্রথম দিন অংশগ্রহণকারী খেলোয়াড়রা রিপোর্ট করেন কোচ মামুন-উর-রশীদের কাছে। খেলোয়াড়দের ট্রায়ালে নিজেদের সেরাটা দিতে বললেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। ট্রায়াল চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচি থেকে বাছাইকৃত ৩৫ খেলোয়াড়ের সঙ্গে প্রাথমিক দলে সরাসরি যোগ দিবেন জাতীয় দলের ২৫ খেলোয়াড়।

শুক্রবার সকাল ৭টা ও দুপুর ৩টায়- দুই বেলা হবে ট্রায়াল। এই ট্রায়ালে কোচের দায়িত্বে আছেন মামুন-উর-রশীদ, সহকারী কোচ রাসেল খান বাপ্পি ও আলমগীর আলম।

এ সম্পর্কিত আরও খবর