জেরার্ড পিকের ক্লাব তৃতীয় স্তরে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 10:37:48

স্প্যানিশ ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে উন্নীত হয়েছে ডিফেন্ডার জেরার্ড পিকের ক্লাব এফসি অ্যান্ডোরা। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে নয়। অর্থের বিনিময়ে মিলেছে প্রমোশনের টিকিট। কী ভাবছেন? পিকে কী তাহলে অ্যান্ডোরায় যোগ দিলেন? ব্যাপারটা তেমন নয়।

পিকে এখনো বার্সেলোনার রক্ষনভাগের তারকা। ন্যু ক্যাম্প শিবিরের হয়ে খেললেও কাতালান এ তারকা ফুটবলার নিজেই একটি ক্লাবের মালিক। তার ক্লাবের নামই এফসি অ্যান্ডোরা।

পিকের কসমস গ্রুপ ডিসেম্বরে কিনেছে ক্লাবটি। গত মৌসুমেই ক্লাবটি চতুর্থ স্তরে জায়গা করে নেয়।

আর্থিক সমস্যার কারণে তৃতীয় স্তর থেকে অবনমন হয় এফসি রেউসের। তৃতীয় স্তরে ফেলে আসা তাদের শূন্য জায়গাটা এবার পূর্ণ করল অ্যান্ডোরা।

তবে এজন্য অ্যান্ডোরাকে ৪ লাখ ৫২০২২ হাজার ইউরো (৪ লাখ ১১ হাজার পাউন্ড) পরিশোধ করতে হয়েছে।

রেউসের জায়গাটা নিতে চেয়েছিল ক্লাব জামোরা, জায়েন, ইন্টারসিটি ও লিনারেসও। কিন্তু রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) চাহিদা মাফিক বড় অঙ্কের ফি জমা দিয়েই প্রমোশমন পেয়ে যায় অ্যান্ডোরা।

১৯৪২ সালে গড়ে উঠা এফসি অ্যান্ডোরা স্প্যানিশ লিগ সিস্টেমে খেলছে ১৯৪৮ সাল থেকে। কসমস গ্রুপ দায়িত্ব নেওয়ার সময় ক্লাবটি ঋণে জর্জরিত হয়ে পঞ্চম স্তরের প্রিমেরা কাতালানা আঞ্চলিক ডিভিশনে লড়াই করে যাচ্ছিল।

রেলেগেশন জায়গা থেকে এক পয়েন্ট দূরে ছিল ক্লাবটি। শীর্ষে থাকা দলের চেয়ে পিছিয়ে ছিল ১৭ পয়েন্টে।

এ সম্পর্কিত আরও খবর