লাহোর বাইওমেকানিকস ল্যাবকে আইসিসির অনুমোদন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-10 04:13:29

দশ বছর ধরে চলছিল পাকিস্তানের পরিকল্পনা। অবশেষে দেশটিতে আইসিসির অনুমোদিত বাইওমেকানিকস ল্যাব স্থাপনের পরিকল্পনা আলোর মুখ দেখল। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেসে (এলইউএমএস) স্থাপিত বাইওমেকানিকস ল্যাবের অনুমোদন দিয়েছে আইসিসি।

আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের ষষ্ঠ ল্যাব এটি। ব্রিসবেন, চেন্নাই, কার্ডিফ, লাফবোরো ও প্রিটোরিয়ায়ও আছে আইসিসির অনুমোদিত এমন ল্যাব।

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠা আন্তর্জাতিক ও ঘরোয়া বোলারদের বোলিং অ্যাকশনের পরীক্ষা এখন লাহোরের এ ল্যাবেই করা যাবে।

ইনডোর এ ল্যাবে ১২টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে বোলারদের বোলিং অ্যাকশন ও পূর্ণ রান-আপের ত্রিমাত্রিক তথ্য সংগ্রহ করা সম্ভব এখানে। লাহোরের এ ল্যাবে মোশন অ্যানালাইসিস সিস্টেম পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ কর্মী।

ল্যাবে পরীক্ষা করার পরই ধরা পড়বে বল করার সময় বোলারদের হাতের কনুইয়ের বাঁক আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি হয় কী না।

আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় পড়ে গেলে পাকিস্তানের ক্রিকেটারদের বোলিং পরীক্ষা দিতে পাড়ি জমাতে হতো বিদেশে। এখন আর বোলারদের সে কষ্ট হবে না। পাকিস্তানের ক্রিকেটাররা এখন ঘরে বসেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর