ইংল্যান্ডকে উড়িয়ে শুরু জুনিয়র টাইগারদের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:26:52

জাতীয় ও বাংলাদেশ ‘এ’ দল ব্যর্থতার পথ ধরে হাঁটলেও সুখবর দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগাররা ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেখিয়েছে চমক! স্বাগতিক ইংল্যান্ডকে রীতিমতো হেসে-খেলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

সোমবার উস্টারের কাউন্টি গ্রাউন্ডে দল তুলে নেয় ৬ উইকেটের দুর্দান্ত এক জয়।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে নেমে ৩৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে সফরকারীরা। ৭১ বল হাতে রেখেই হাসি-মুখে মাঠ ছাড়েন তারা!

যদিও ম্যাচে টস ভাগ্যটা সঙ্গে ছিল না জুনিয়র টাইগারদের। তবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কখনোই ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ৪৯ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। তারপর তানজিম হাসান সাকিবের বোলিং তোপে দ্রুত তিনটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি।

নিয়মিত বিরতিতেই প্রতিপক্ষের উইকেট তুলে নেয় জুনিয়র টাইগাররা। এরমধ্যে যা একটু লড়লেন লুইস গোল্ডসওয়ার্থি ও কেসি অলড্রিজ। ৭৮ বলে ৫৮ রান তুলেন অলড্রিজ। আর ৬৯ রানে অপরাজিত গোল্ডসওয়ার্থি।

তানজিম ৪৯ রানে শিকার করেন চার উইকেট।

এরপর জবাব দিনে নেমে যদিও শুরুটা ভাল হয়নি বাংলাদেশের যুবাদের। চটজলদি সাজঘরের পথ ধরেন দুই ওপেনার তানজিদ হাসান (৯) ও প্রান্তিক নওরোজ (১৪)। ৩৬ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়।

তারপর পথ দেখালেন শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয়। তাদের ১১৪ রানের জুটিতেই জয়টা অনায়াস হয়েছে। শাহাদাত করেন ৬০ বলে ৫৭। দলকে জয় এনে দিয়ে ৭০ রানে অপরাজিত হৃদয়।

এবার জুনিয়র টাইগারদের সামনে শক্তিশালী ভারত। তারাও হারিয়েছে ইংলিশ দলকে। বুধবার উস্টারের কাউন্টি গ্রাউন্ডে সেই ভারতীয় যুবাদের সঙ্গে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২০০/৭ (মোজলি ২০, ক্লার্ক ২৭, হেইন্স ৩, এভিসন ০, গোল্ডসওয়ার্থি ৬৯*, হিল ৫, বিন ৮, অলড্রিজ ৫৮, কিম্বার ২*; তানজিম ৪/৪৯, মৃত্যঞ্জয় ১/৩১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.১ ওভারে ২০৪/৪ (তানজিদ ৯, প্রান্তিক ১৪, মাহমুদুল ৩৬, হৃদয় ৭০, শাহাদাত ৫৭, আকবর ৯*; অলড্রিজ ২/৩০, কিম্বার ১/৩১, মোরলে ১/৪৪)
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

এ সম্পর্কিত আরও খবর