ফাইনাল হেরে নিশাম বললেন- ‘খেলাধুলাকে পেশা হিসেবে নিও না’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 09:11:18

শ্বাসরুদ্ধকর, স্নায়ুচাপ নাকি নাটকীয় কী বিশেষণে বিশেষায়িত করা যায় রোববারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালকে? এ শব্দ ত্রয়ী যেন শতভাগ ফুটিয়ে তুলতে পারছে না লর্ডসের শিরোপা নির্ধারণী ম্যাচের রোমাঞ্চ। কিন্তু সে যাই হোক। স্বাগতিক ইংল্যান্ডের কাছে বিশ্ব শিরোপা হাতছাড়া হওয়ায় কিউই অলরাউন্ডার জেমস নিশামের হৃদয় ভেঙ্গে চুরমার।

ফাইনালে হেরে মন এতোটাই খারাপ যে শিশুদের ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার না গড়ার পরামর্শই দিয়েছেন নিশাম, ‘বাচ্চারা খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিও না। রান্না-বান্না বা অন্য কিছু বেছে নিও। ৬০ বছরে পা দিয়ে পরলোকে চলে যাবে। মেদবহুল শরীর নিয়ে সুখেই থাকবে।’

নিউজিল্যান্ডের প্রথমবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরই ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ করে এমন আবেগঘন টুইট বার্তা দেন নিশাম।

নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে নাকটীয়ভাবে টাই করে বসে ইংল্যান্ড (২৪১ রান)। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানেও মঞ্চস্থ হয় আরেক নাটক। এবার কিউইরাও টাই করে বসে (১৫ রান)। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো আয়োজক ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

অনুপ্রেরণার যোগান দেওয়ার জন্য ভক্তদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে মার্টিন গাপটিলের সঙ্গে সুপার ওভারে ব্যাট হাতে নামা নিশাম টুইট করেন, ‘আজ আমাদের যারা সমর্থন দিয়েছেন তাদের সবাকে ধন্যবাদ জানাই। পুরো ম্যাচ জুড়েই আমরা আপনাদের উৎসাহ পেয়েছি। আপনাদের চাওয়াটা পূরণ করতে না পারায় আমরা দুঃখিত।’

প্রতিপক্ষ ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে ভুল করেননি নিশাম। তবে আগামী এক দশকে বিশ্বকাপের ফাইনালের শেষ আধা ঘন্টার স্মৃতি কখনোই মনে করবেন না এ ব্ল্যাক ক্যাপস তারকা, ‘বেদনাদায়ক। প্রত্যাশা করি, এই দিন বা শেষ আধা ঘন্টার দুই ওভার আগামী এক দশকে ভুলেও কখনো চিন্তা করব না। ইংল্যান্ডকে অভিনন্দন। তারাই শিরোপার যোগ্য প্রাপক।’


এ সম্পর্কিত আরও খবর