স্টিভ ওয়াহর বাজি ইংল্যান্ড!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 00:44:47

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম গ্রেটেস্ট দল বনে যাচ্ছে ইংল্যান্ড। তবে তার আগে রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিততে হবে তাদের। এমনটাই মনে করেন স্টিভ ওয়াহ।

গত বৃহস্পতিবার এজবাস্টনে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। তাই লর্ডসের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে তাদেরকেই ফেভারিট মানছেন অজি ক্রিকেট গ্রেট স্টিভ ওয়াহ, ‘আমার দেখা অন্যতম সেরা ওয়ানডে দল ইংল্যান্ড। যাদের বিপক্ষে আগে খেলেছি আমি। কিন্তু রোববারই তাদের চূড়ান্ত পরীক্ষাটা হয়ে যাবে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ মহিমা ছোঁয়ার আভাস দিয়ে অস্ট্রেলিয়ান এ কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘তারা যদি বিশ্বকাপ জিতে, তাহলে তারা একদিনের ক্রিকেটে অন্যতম গ্রেট টিম বনে যাবে। আর যদি তারা হারে, তাহলে যারা ফাইনালে উঠতে পারেনি তাদের মতো শুধু পিছনে চলে যাবে। গ্রেট ওয়ানডে টিম হওয়ার সামর্থ্য রয়েছে তাদের মধ্যে।’

জেসন রয় ও জোফরা আর্চারকে স্বাগতিক ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই মানেন সাবেক এ অজি অধিনায়ক। কিন্তু স্টিভ ওয়াহ মনে করেন, ইংল্যান্ডের ১১জন ক্রিকেটারই ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।

ইংলিশদের ক্রিকেট খেলার স্টাইলের প্রশংসা করে স্টিভ ওয়াহ বলেন, ‘ইংল্যান্ড ভয়ডরহীন ক্রিকেট খেলে। পেশাদার ক্রিকেটে যেটা খেলা খুবই কঠিন। তাদের দলে কোনো দুর্বলতা নেই। ফিল্ডিংয়ে তারা খুবই দুর্দান্ত। সব সময় ও সব পজিশনে তারা ব্যাট করতে সিদ্ধহস্ত। আছে তাদের বোলিং বিকল্প। চমৎকার পরিপূর্ণ একটি দল তারা।’

এ সম্পর্কিত আরও খবর