সেরা ক্রিকেটই উইলিয়ামসনের শেষ কথা

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর,লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড থেকে | 2023-08-29 04:23:24

চারপাশ থেকে প্রশ্ন তো নয়, যেন জোফরা আর্চারের বাউন্সার ছুটল!

তবে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ঠিকই জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের সাংবাদিকদের ভিড়ে ঠাসা সংবাদ সম্মেলন বেশ ভালো ভাবেই মোকাবেলা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক। কোনো প্রশ্নই মাথা নুইয়ে ছেড়ে দিলেন না ডাউন দ্য উইকেটে এসে বোলারকে মাথার ওপর দিকে ছক্কায় গ্যালারিতে আছড়ে ফেলার ভঙ্গিতেই পুরোটা সময় জিতলেন যেন!

একজন প্রশ্ন করলেন-‘চারবছর আগে আপনারা বিশ্বকাপের ফাইনালে ‘‘দ্বিতীয়’’ দল হয়েছিলেন। এবারো কি তাহলে তাই?’

কেন উইলিয়ামসন জানতেন ইংলিশ সাংবাদিকরা ফাইনালের আগে এমন আচমকা শ্লেষ মাখানো প্রশ্ন করবেন। তাই কোনো লড়াইয়ে গেলেন না কিউই কোচ। কিন্তু পুরোটা সময় জুড়ে ক্রিকেটীয় যে ব্যাখা দিলেন তার দার্শনিক মুল্যই জানিয়ে দিলো ফাইনাল শুরুর এই সেশনে তিনিই জয়ী।

উইলিয়ামস জানালেন-‘আমরা ম্যাচ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। কিন্তু খেলার ফল নিয়ে খুবই সামান্য কথাবার্তা হয়। কিভাবে কোন পরিস্থিতিতে কত দ্রুত ও স্বাচ্ছন্দের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারি, সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। রোববার এখানে ফাইনাল খেলতে নামলে তখনো আমাদের একটাই চিন্তা, একটাই লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেট খেলা। নিজেদের হাতে নিয়ন্ত্রণ করার মতো সেটাই একমাত্র কাজ। আর শেষে কি হয়, সেটা শেষের জন্যই তোলা থাকুন না!’

ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ড যে ফেভারিট সেই যুক্তিও মেনে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। বললেন-‘ইংল্যান্ড যে ফেভারিট সেটা অনেকেই বলছে, আমারও মনে হয় ইংল্যান্ডের এটা প্রাপ্য। আর আমাদের সবাই আন্ডারডগ বলছে।’

একমুখ হাসি নিয়ে প্রশ্নের উত্তরটা আরেকটু বড়ো করলেন কিউই অধিনায়ক-‘আমাদের যেই ডগ বলা হোক না কেন, আমরা শুধু জানি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিজেদের ক্রিকেটের ওপর সঠিক ফোকাস দেয়া। যে ক্রিকেট আমরা খেলতে চাই, সেদিকে সঠিক নজর দেয়া। আর কে কোন জাতের ডগ সেটা হিসেবে না এনে নিদ্বির্ধায় বলা যায়-এই সময়ের ক্রিকেটে যে কোনো দল যে কাউকে হারাতে পারে!’

নিজের অভিষেক বিশ্বকাপেই ফাইনালে খেলেছিলেন কেন উইলিয়ামসন। চার বছর আগে মেলবোর্নের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে খেলছেন তিনি। এবার দায়িত্ব আরো বেশি। অধিনায়ক। ফাইনালের ভেন্যুও আবার লর্ডস। সবকিছু মিলিয়ে ১৪ জুলাইয়ের ফাইনাল এবার কেন উইলিয়ামসনের জন্য ‘স্পেশাল’!

বিশ্বকাপ ট্রফি নিয়ে এবার বাড়ি ফিরে সেই উপলক্ষকে আরো ‘স্পেশাল’ করতে পারবেন কিউই অধিনায়ক!

এ সম্পর্কিত আরও খবর