তিন সংস্করণেই অধিনায়ক রশিদ খান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 12:02:52

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আফগানিস্তানের নেতৃত্বে পরিবর্তন এসেছিল। বিশ্বকাপে আফগান মিশন শেষেও আসল পরিবর্তন। ক্রিকেটের তিন সংস্করণে অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন রশিদ খান। শুক্রবার খবরটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্ব হারিয়ে ছিলেন আসগর আফগান। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যায় এসিবি। এবার সেই আসগরকে করা হয়েছে রশিদের ডেপুটি।

আসগর আফগানকে ক্রিকেটের তিন সংস্করণ থেকে বরখাস্ত করে গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যায় আফগানরা। তখন রশিদকে টি-টোয়েন্টি ও রহমত শাহকে টেস্টের অধিনায়ক ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষে এখন তিন সংস্করণেই রশিদকে ক্যাপ্টেন করা হল।

গুলবাদিন নাইবের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞে ভয়ানক বাজে পারফর্ম করে আফগানিস্তান। লিগ পর্বের ৯ ম্যাচের সবকটি হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে ইংল্যান্ড ছাড়ে তারা।

এ সম্পর্কিত আরও খবর