মাশরাফি শ্রীলঙ্কায় খেললেও ছুটি চেয়েছেন সাকিব

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 19:20:34

শেষ অব্দি গুঞ্জনই সত্য হয়েছে। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বিশ্বকাপে ব্যাটে-বলে ঝড় তোলার এই তারকা ক্রিকেটার ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছেন। শোনা যাচ্ছে ওই সময়টাতে পবিত্র হজ পালন করতে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরইমধ্যে বিয়ের জন্য ছুটি চেয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার লিটন দাস।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঠিকই থাকছেন মাশরাফি বিন মর্তুজা। অবসরের খবর উড়িয়ে দিয়ে ঠিকই সফরে যাচ্ছে অধিনায়ক। এমনটাই গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাবিবুল বাশার সুমন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার নির্বাচক কমিটির অন্যতম এই সদস্য বলেন-সফরের জন্য দল নির্বাচনের কাজ প্রায় ঠিক করে ফেলেছেন তারা।

বাশার জানালেন, শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশের দলের নেতৃত্বে থাকবেন মাশরাফি। তবে সাকিব আল হাসান ও লিটন দাসের খেলা অনিশ্চিত। 

অবশ্য বিশ্বকাপ থেকেই চোট নিয়ে ফিরেছেন মাশরাফি। পারফরম্যান্সও ভাল ছিল না টাইগার ক্যাপ্টেনের। ৮ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট। অবশ্য তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাওয়ার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে।

হাবিবুল বাশার বলেন, ‘দেখুন, ইংল্যান্ডে বিশ্বকাপের ম্যাচে চোট নিয়েই খেলেছে মাশরাফি। এ কারণে শ্রীলঙ্কায় যাওয়ার আগে ফিটনেস টেস্ট দিতে হবে ওকে। আর এরইমধ্যে শুনেছেন লিটন ছুটি চেয়েছে। বিয়ের জন্য শ্রীলঙ্কায় যেতে পারবে না। আবার সাকিবও ছুটি চেয়েছে। যদিও ওর ব্যাপারটি চূড়ান্ত হয়নি। অবশ্য আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তত আছি।’

বাংলাদেশ দলে ইনজুরি সমস্যা আছে। এ কারণে দল ঘোষণার আগে বেশ কয়েকজন ক্রিকেটারেরই ফিটনেস পরীক্ষা হবে। বাশার জানান, ‘মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম চোট আছে। ওদের ইনজুরি রিপোর্টের অপেক্ষায় করছি। তারা দু'জনই এখন বিশ্রাম আছে। তবে আশায় আছি ওদের আমরা পাবো।’

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। শুরুতেই ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা। এরপর আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই লঙ্কানদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ টাইগারদের। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। সফর শেষে ১ আগষ্ট দেশে ফেরার কথা মাশরাফিদের।

এ সম্পর্কিত আরও খবর