অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড?

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 12:26:20

ভারতের স্বপ্ন মাড়িয়ে আগের দিনই ফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। হিসাবের ছক উল্টে দিয়েছেন কেন উইলিয়ামসনরা! এবার কার পালা? অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? ক্রিকেট মাঠের দুই চিরশত্রুর দেখা হচ্ছে আজ বৃহস্পতিবার। সেমি-ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এজবাস্টনে অজিদের মুখোমুখি হবে ইংলিশরা।

দুর্দান্ত দাপটে লিগ পর্বের লড়াই শেষ করেছিল অস্ট্রেলিয়া। সবার আগে নিশ্চিত হয় তাদের শেষ চার। ৯ ম্যাচে ৭ জয় আর ২ হারে ১৪ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে সেমিতে নাম লেখায় স্বাগতিক ইংল্যান্ড।

রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকেই অনেকে এগিয়ে রাখছেন সেমির লড়াইয়ে। রেকর্ডও তাদের হয়েই কথা বলছে। এ পর্যন্ত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১৪৮ ম্যাচে। এরমধ্যে ৮২টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ৬১টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।

২৫ জুন লিগ পর্বে দুদলের দেখো হয়েছিল লর্ডসে। সেই ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে ৬৪ রানে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজও সেই সুখস্মৃতির পথেই হাঁটতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। চায় শিরোপা ধরে রাখার আশা জিইয়ে রাখতে।

তবে সেই হারের মধুর প্রতিশোধ নিতে প্রস্তুত ইংলিশরা। দলে তারকা ক্রিকেটারের কমতি নেই। তারওপর ম্যাচটা তারা খেলবে নিজেদের মাঠে। বিশ্লেষকরা বলছেন এটিই ইতিহাসের সেরা ইংলিশ দল। নাম্বার ওয়ান দলটিই নিয়ে আশাবাদী সবাই। বলা হচ্ছে- ইয়ন মরগানের হাত ধরেই ইংলিশরা পেতে যাচ্ছে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা!

সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচের দৃশ্যপট তৈরি। ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া- প্রশ্নের উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে। আর যদি বেরসিক বৃষ্টি নেমে আসে তবে খেলা গড়াবে রিজার্ভ ডেতে। সেখানেও ফল না আসলে হাসিমুখ থাকবে অ্যারন ফিঞ্চদের। লিগ পর্বে এগিয়ে থাকায় বাড়তি সুবিধাটা পাবে তারা।

বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপও। বিকেল থেকেই বছরের তৃতীয় ও সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকছে শ্যুটিং বিশ্বকাপের লড়াই।

চলুন দেখে নেই টেলিভিশনের পর্দায় বৃহস্পতিবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
দ্বিতীয় সেমি-ফাইনাল
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

টেনিস
উইম্বলডন
সরাসরি বিকেল সাড়ে ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

শ্যুটিং বিশ্বকাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

এ সম্পর্কিত আরও খবর