জুলাইয়ের শেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 12:20:29

গত এপ্রিলে বোমার শব্দে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোসহ কয়েকটি শহর। ইস্টার সানডের দিনে ভয়াবহ সেই বোমা হামলায় ২৫৮জন মারা যাওয়ার দুঃসহ স্মৃতি এখনো মিলিয়ে যায়নি। সেই হামলার পর প্রথম ক্রিকেট দল হিসেবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল।

তিন ওয়ানডের একটি সিরিজ খেলতে চলতি জুলাইয়ের শেষ দিকে দ্বীপ দেশটিতে যাবে টাইগারররা। এর অর্থ বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ দল বিশ্রামের সুযোগ পাচ্ছে না। দিন কয়েক পরই হয়তো যোগ দিতে হবে ক্যাম্পে।

সোমবার এই খবরটি নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিনে ভয়াবহ সেই বোমা হামলার পর সফরটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সবুজ সঙ্কেত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোমবার বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, ‘শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ শেষ হয়েছে আমাদের। সবগুলো ম্যাচ কলম্বোয় খেলতে চাই আমরা।’

২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। স্বাগতিকদের সঙ্গে টাইগারদের সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই। পরের দুটি ওয়ানডে ২৮ ও ৩১ জুলাই। সবগুলো ম্যাচেই দিবা-রাত্রির। সফর শেষে সফর শেষে ১ আগষ্ট দেশে ফিরবে টাইগাররা।

এর আগে গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিল। তখন ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলিতে অল্পের জন্য রক্ষা পান মুশফিক-তামিম ইকবালরা। তারপরই সিরিজের শেষ টেস্ট বাতিল করে দেশে ফেরে দল।

এ সম্পর্কিত আরও খবর