সেঞ্চুরি তাহলে ‘জমিয়ে’ রেখেছেন কোহলি?

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড থেকে | 2023-08-25 04:13:05

তার বিশ্বকাপ সেঞ্চুরির এক ঝলক।

২০১১ সাল। সেটা ছিলো বিরাট কোহলির অভিষেক বিশ্বকাপ। সেই অভিষেকেই বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি সেঞ্চুরি দিয়ে। ঢাকার মিরপুরে সেবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই করেন ১০৮ বলে অপরাজিত ১০০। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই বিশ্বকাপে দলের সাধারন এক সদস্য বিরাট কোহলি।

২০১৫ সাল। চার বছর পরে নিজের দ্বিতীয় বিশ্বকাপ বিরাট কোহলি শুরু করে সেঞ্চুরি দিয়ে। অ্যাডিলেডে ১২৬ বলে ১০৭ রান। প্রতিপক্ষ চিরচিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি।

২০১৯ সাল। এবারের বিশ্বকাপে পেছনের ৮ ম্যাচে বিরাট কোহলির হাফসেঞ্চুরি পাঁচটি। কোনো সেঞ্চুরি নেই। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও হাফসেঞ্চুরির ঘর থেকেই ফিরে আসা। এবারের বিশ্বকাপে অধিনায়ক বিরাট কোহলি।

এমন নয় যে, বড় ইনিংস খেলার মতো সময় বা বল তার হাতে ছিলো না। ছিলো। কিন্তু ওয়ানডেতে সেঞ্চুরির জন্য ‘বিখ্যাত’ কোহলি সেঞ্চুরির দেখাই পাননি এবারের বিশ্বকাপের পেছনের ৮ ম্যাচে।

একটু জানিয়ে দেই। ওয়ানডে ক্রিকেটে সক্রিয় আছেন এমন ক্রিকেটারদের তালিকায় এখন সবচেয়ে বেশি ৪১ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৯ টি সেঞ্চুরি নিয়ে পরিসংখানের শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচের ৪৫২ ইনিংসে শচীনের সেঞ্চুরি সংখ্যা ৪৯। আর মাত্র ২৩৫ ম্যাচের ২২৭ ইনিংসে বিরাট কোহলির সেঞ্চুরি ৪১।

ইনিংসের সঙ্গে সেঞ্চুরির ভাগফল জানাচ্ছে-প্রতি ৫.৫৩ ইনিংস প্রতি বিরাট কোহলির একটি করে ওয়ানডে সেঞ্চুরি আছে। তবে চলতি বিশ্বকাপে সেই হিসেবটা রাখতে পারছেন না ভারত অধিনায়ক।

৮ ম্যাচ হয়ে গেলো কোনো সেঞ্চুরি নেই। আর ওপেনার রোহিত শর্মা এই ৮ ম্যাচে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন ইতিহাস তৈরি করে ফেললেন।

সেঞ্চুরির হিসেব-নিকেষ নিয়ে কোনো তুলনায় যেতে রাজি হলেন না ভারত অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন-‘এই বিশ্বকাপে আমাকে ভিন্ন ভুমিকা (ব্যাটিংয়ে) পালন করতে হচ্ছে। দল যেভাবে চায়, দলের অধিনায়ক হিসেবে আমাকে সেই ভুমিকা অবশ্যই পালন করতে হবে। ভালো লাগছে যে রোহিত ধারাবাহিকভাবে সেঞ্চুরি পেয়ে যাচ্ছে। আর তাই ইনিংসের পরের দিকে যারা ব্যাটিংয়ে আসছে তাদের ব্যাটিংয়ের ভুমিকাও কিছুটা বদলে যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং সাজাতে হয়। এই টুর্নামেন্টে বেশিরভাগ সময় আমি একপ্রান্ত আঁকড়ে রেখে খেলছি এবং অন্যপ্রান্ত থেকে যারাই নামছে তারা যেনো ১৫০, ১৬০ বা ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারে- সেই পরিকল্পনাই সফল করছি আমরা।’

এই পরিকল্পনায় খেলতে গিয়ে সেঞ্চুরি আসছে না দেখে মোটেও কোনো আফসোস বা আক্ষেপ নেই ভারত অধিনায়কের। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়ের দিকেই যে বেশি ফোকাস দিতে হয় ক্রিকেটারদের। বিরাট কোহলিও সেই তালিকার শীর্ষ ক্রিকেটার-‘আমি যে এতোগুলো সেঞ্চুরি পাবো, সেটা আমার ক্যারিয়ারে কখনো কল্পনাও করিনি। সবকিছু জুড়ে চিন্তা-পরিকল্পনা এবং ফোকাস শুধু একটাই- দলের সাফল্য।’

দারুণ ফর্মে থাকা রোহিত শর্মাকে নিয়ে বিরাট কোহলির ব্যাখাও বেশ পরিস্কার-‘শুধু বিশ্বকাপ কেনো, আমি আগে কখনো কোনো টুর্নামেন্টে কাউকে পাঁচটা সেঞ্চুরি হাঁকাতে দেখিনি। বিশ্বকাপ এমনিতেই অনেক চাপের। সেখানে রোহিত যা খেলছে সেটা অসাধারণ! আশা করছি আরো দুটি সেঞ্চুরি সে করবে, যাতে আমরা আরো দুটো ম্যাচ জিততে পারি। এই মূহূর্তে আমার মতে ওয়ানডেতে বিশ্বের সেরা ক্রিকেটার রোহিত শর্মা।’

-আরো দুটি ম্যাচ?

 সেমিফাইনাল আর ফাইনাল। সেঞ্চুরির সুযোগ তো বিরাট কোহলির জন্যও থাকছে!

এ সম্পর্কিত আরও খবর