নেতৃত্বের সিদ্ধান্ত পিসিবির হাতে : সরফরাজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 11:58:32

লিগ পর্ব থেকে ছিটকে গেছে পাকিস্তান। খেলার টিকিট পায়নি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের। তাই দলবল নিয়ে দেশে ফিরেছেন সরফরাজ আহমেদ। বিশ্বকাপে ব্যর্থ হলেও ফিরেই জানিয়েছেন অধিনায়কত্বটা তিনি চালিয়ে যেত চান।

করাচিতে পা রেখেই পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, ‘ক্রিকেটের তিন সংস্করণে দেশকে নেতৃত্ব দিয়ে যেতে চান তিনি। নেতৃত্বের গুরুভার পিসিবি তাকে দিয়েছে। এখন অধিনায়ক কে থাকবেন সে সিদ্ধান্তও বোর্ডই নিবে।

এর আগে সরফরাজ ইঙ্গিত দিয়ে ছিলেন, বিশ্বকাপ শেষে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এখন তিনি নেতৃত্বটা চালিয়ে যেতে চান। যতক্ষণ না বোর্ড তাকে দায়িত্ব ছেড়ে দিতে বলে।

সরফরাজ আহমেদ বলেন, ‘আমি এটা বলছি না যে আমি পদত্যাগ করতে চাই না। আমার কথা হল সিদ্ধান্তটা পিসিবিই নিবে। যে ভাবে তারা আমাকে অধিনায়ক নির্বাচিত করেছিল। আমি নিশ্চিত পাকিস্তানের ভালোর জন্য তারা সঠিক সিদ্ধান্তই নেবে।’

নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট ছিল পাকিস্তানের। জয়-পরাজয় সবই ছিল সমান। কিন্তু রানরেটে এগিয়ে থেকে শীর্ষ চারে জায়গা করে নেয় কিউইরা। আর পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। সরফরাজের দৃষ্টিতে যা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।

তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সরফরাজ, ‘সব মিলিয়ে ভালো পারফর্ম করেছি আমরা। জুনিয়র বোলার শাহিন শাহ আফ্রিদি ১৬ উইকেট নিয়েছে। বাবর আজম অভিষেক বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছে। পেয়েছে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির দেখা। দল হিসেবে আমরা দারুণ লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্য আমরা সেমিতে কোয়ালিফাই করতে পারিনি।’

শপিং মলে ভক্তের উত্যক্ত করা নিয়ে সরফরাজ আহমেদ বলেন, ‘শুধু আমি নই। দলের অন্য ক্রিকেটাররাও বিদ্রূপের শিকার হয়েছে। শপিং মলে এবং অন্য জায়গায়। যাই ঘটুক না কেন তা নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু সব ঘটনা ম্যানেজমেন্টকে জানিয়েছি আমরা।’

এ সম্পর্কিত আরও খবর