হার মেনে নিতে শিখো– মেসিকে তিতে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 08:46:39

১৪ বছর পর লাল কার্ড দেখেছেন। পুরো ফুটবল ক্যারিয়ারের দ্বিতীয় লালকার্ড। তাহলে মেজাজ ঠিক থাকে কি করে? লিওনেল মেসির মতো সুপারস্টারও নিজের মাথা আর ঠাণ্ডা রাখতে পারেননি। করে ফেলেন বেফাঁস মন্তব্য।

রাগের মাথায় আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছিলেন- স্বাগতিক ব্রাজিলের পক্ষে কাজ করেছেন রেফারিরা। শুধু তাই নয়। বার্সা মেগাস্টারের মতে, এবারের পুরো কোপা আমেরিকা আসরটাই পাতানো। আয়োজক সেলেসাওদের চ্যাম্পিয়ন করতেই নাকি কাজ করেছে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালরা।

মেসির এমন মন্তব্য মেনে নিতে পারেননি ব্রাজিল কোচ তিতে। প্রতিপক্ষকে সম্মান দেখাতে এলএম টেনের প্রতি আর্জি জানিয়েছেন তিনি।

রোববার রাতে মারাকানায় পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম কোপা শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। দেশের ১২ বছরের শিরোপা খরা কাটিয়ে ফুটবল গুরু তিতে বলেন, মেসিকে হার মেনে নিতে বলেন, ‘মেসিকে সামান্য শ্রদ্ধাবোধটুকু দেখানো উচিত। তাকে অবশ্যই নিজের হারটা বুঝতে হবে। এবং তা মেনে নিতে হবে।’ বিতর্কিত সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

রেফারিদের কিছু সিদ্ধান্তে ক্ষতির শিকার হয়েছে ব্রাজিলও। তিতে অন্তত এমনটিই মনে করেন, ‘আমরা অনেক ম্যাচে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমনকি বিশ্বকাপেও। তাই খুব সতর্ক হও। তার মতো একজন গ্রেট ফুটবলারের মন্তব্য অনেক চাপই বটে। সবারই নিজস্ব কিছু সমস্য থাকে। তোমাকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।’

চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন মেসি। সেমিফাইনালে হারার পর মেসি দাবী করেন, এখন কনমেবলের অনেক বিষয়ই নিয়ন্ত্রণ করে ব্রাজিল।

লালকার্ড দেখে কাতালান ফুটবল মহাতারকার প্রতিক্রিয়া, কনমেবলের বিরুদ্ধে সমালোচনার জন্যই তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

তিতে বলেন, ‘এখনকার দিনে এটা কোনো শাস্তিই নয়। তোমাকে সতর্ক হতে হবে। দেখাতে হবে সম্মান। কারণ আমরা অন্যদের সম্মান করি।’

পেরু কোচ রিকার্ডো গারেকাও ব্রাজিলিয়ান কোচের সঙ্গে একমত পোষণ করেন, ‘মেসির কথা বলার অধিকার আছে। কিন্তু তার মানে এই নয় যে সে যা বলেছে তার সঙ্গে একমত আমি।’

মেসির অভিযোগের সঙ্গে একমত নন বন্ধু দানি আলভেজও, ‘আমি মেসির সঙ্গে একমত নই। টুর্নামেন্টে আমাদের পেশাদার ফুটবলাররা কঠোর পরিশ্রম করে গেছে। তারা লড়াই করেছে ট্রফির জন্য। যোগ্য দল হিসেবেই ব্রাজিল সেমি-ফাইনাল থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছে। এটা বিশেষ এক অর্জন। অন্যরা কী বলল তা আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এমনকি মেসির কথাও।’

এ সম্পর্কিত আরও খবর