টিভি পর্দায় দেখুন মাশরাফির শেষ বিশ্বকাপ ম্যাচ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 00:29:41

ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার ফের মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন মাশরাফি বিন মর্তুজা। এই লড়াই দিয়েই শেষ হবে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের বিশ্বকাপ অধ্যায়। প্রতিপক্ষ পাকিস্তান।

ছুটির দিনে টেলিভিশনের পর্দা থেকে ক্রিকেটপ্রেমীদের চোখ সরবেই না। লর্ডসের এই লড়াইয়ের আগেই অবশ্য সেমি-ফাইনালের স্বপ্ন শেষ টাইগাররা। ভারতের কাছে হারের পরই ছিটকে গেছে দল। এটি শুধুই সম্মানের লড়াই। লাল-সবুজ শিবির জেতার জন্য মরিয়া হয়ে অপেক্ষায় আছে। জয় নিয়েই দেশ ফিরতে চাইছেন সাকিব-মুশফিকরা।

কাগজে-কলমে শেষ চারের আশা টিকে থাকলেও আসলে আজকের ম্যাচ জিতেও কিছু আসে যাবে না পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হার মানায় স্বপ্ন শেষ হয়ে গেছে তাদেরও। কারণ তাদের চেয়ে কিউইরা রানরেটে অনেকটা এগিয়ে।

ইতিহাস থেকেও অনুপ্রেরণা পেতে পারে আজ বাংলাদেশ। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একবারই দেখা হয়েছে টাইগারদের। যেখানে ১৯৯৯ সালের ৩১ মে জয় নিয়ে মাঠ ছাড়ে দল। ৬২ রানের সেই জয়ের স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের কাছে তরতাজা!

নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষটা জয় দিয়ে রাঙাতে চায় দুদলই। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার লড়াইটি টেলিভিশনের পর্দায় ক্রিকেট অনুরাগীরা সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে।

৮ ম্যাচে ৩ জয়ে (দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে) ও ৪ হারে (নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে) ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এখন বাংলাদেশ। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ মাঠে গড়ায়নি লাল-সবুজ শিবিরের।

৮ ম্যাচে ৩ হারের (ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে) বিপরীতে ৪ জয়ে (ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে) ৯ পয়েন্টে পঞ্চম স্থানে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি হয়নি বৃষ্টির কারণে।

ক্রীড়াপ্রেমীদের জন্য এদিন টেলিভিশনের পর্দায় দেখা যাবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপও। বিকেল থেকেই বছরের তৃতীয় ও সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরের ম্যাচ উপভোগ করতে পারবেন।

চলুন এক নজরে দেখে নেই টেলিভিশনের পর্দায় শুক্রবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
বাংলাদেশ-পাকিস্তান
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

টেনিস
উইম্বলডন
সরাসরি বিকেল সাড়ে ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

এ সম্পর্কিত আরও খবর