বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ নেই দর্শকদের!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 01:56:40

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ৫ জুলাই, শুক্রবার দুদল মাঠে নামবে ক্রিকেটের তীর্থ কেন্দ্র লর্ডসে। কিন্তু এ ম্যাচ নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে বলতে গেলে তেমন কোনো আগ্রহ নেই।

ম্যাচের টিকিট কেনার আগ্রহও কম। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দর্শক কম হওয়ার শঙ্কাই পেয়ে বসেছে দ্য হোম অব ক্রিকেট গ্রাউন্ডকে। ম্যাচের ৫০ শতাংশ টিকিট এখনো বিক্রি হয়নি।

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পাাকিস্তানের সেমিফাইনালের আশা কাগজে-কলমে থাকলেও বাস্তবে জিইয়ে নেই। শেষ ম্যাচ জিতে পয়েন্ট ও জয় কিউইদের সমান করলেও লাভ হবে না সরফরাজ আহমেদদের।

কেননা চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রানরেট পাকিস্তানের চেয়ে অনেক বেশি। কেন উইলিয়ামসনদের হারিয়ে ইংল্যান্ড শেষ চারের টিকিট কেটে ফেলায় কপাল পুড়েছে পাকিস্তানের। অলৌকিক ব্যাটিং পারফরম্যান্সই কেবল বাঁচাতে পারে পাকিস্তানকে। যা কোনো ভাবেই সম্ভব নয়।

প্রথম বারের মতো এমন সমস্যায় পড়েছে। তাই দুশ্চিন্তায় রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। লর্ডস গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারী এ ক্লাব কর্তৃপক্ষ তাদের সদস্যদের গ্যালারিতে বসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে।

যদিও সদস্যরা বেশিরভাগ সময় কোনো খরচ ছাড়াই লর্ডসে খেলা দেখেন। ঐতিহ্যবাহী মাঠের ভাবমূর্তি বাঁচাতে ৪৫ পাউন্ডে সদস্যদের টিকিট কেনার অনুরোধ করেছে এমসিসি। তবে স্থানীয় শিশু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ সম্পর্কিত আরও খবর