ধোনির অবসর গুঞ্জনে বিদায় রাইডুর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:40:51

চলতি বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচই হতে পারে মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। শেষ ম্যাচটিই হতে পারে সীমিত ওভারের ক্রিকেটে রঙিন জার্সিতে সাবেক এ ভারতীয় অধিনায়কের বিদায়ী ম্যাচ। নিজের অবসর নিয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি এখনো কোনো ইঙ্গিত দেননি। তবে ভারতীয় ক্রিকেট দলের গোপন খবরটা এখন ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমের আকাশে। ক্রিকেট প্রেমীদের মাঝে গুঞ্জন, বিশ্বকাপ বিজয়ই হবে ধোনির যোগ্য বিদায়।

ধোনির অবসরের আভাস দিয়ে সিনিয়র এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এমএস ধোনি নিয়ে আপনি কখনোই কিছু জানেন না। কিন্তু এটা অনিশ্চিত যে বিশ্বকাপ শেষে তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলাটা চালিয়ে যাবেন।’

তার এ বক্তব্যের পক্ষ্যে যুক্তিও দেখান ওই ক্রিকেট কর্তা ব্যক্তি, ‘ক্রিকেটের তিন সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ধোনি নেন হঠাৎ করে। তাই এই মুহূর্তে তার অবসর নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করাটা কঠিন।’

ভারতের সাবেক এক ক্রিকেটার বলেন, ‘টিম ম্যানেজমেন্ট ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিশ্বকাপ শেষে সে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধোনিকে অবসর নেওয়ার অনুরোধ কেউ করবেন না। তবে তিনি অবশ্যই বিশ্বকাপ শেষে ক্যারিয়ারে ইতি টেনে দেবেন।’

অন্য দিকে ধোনির অবসর গুঞ্জনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আম্বাতি রাইডু।

বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি রাইডুর। ছিলেন স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে। শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও কপাল খোলেনি এ তারকা ব্যাটসম্যানের। ধাওয়ানের বদলে দলে ডাক পান রিশব পান্থ। বিজয়ের স্থলে দলে ঢুকতে যাচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল। তাই ক্ষোপ নিয়েই অবসরের ঘোষণা দিলেন রাইডু।

তার আগে বিশ্বকাপে জায়গা না পাওয়ায় টুইটারে রাইডুকে আইসল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দিয়ে বিদ্রুপও করে দেশটির ক্রিকেট বোর্ড।

এ সম্পর্কিত আরও খবর