কপিলকেও পেছনে ফেললেন সামি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-23 21:34:43

একেই বলে সুযোগের সদ্ব্যবহার! একাদশে জায়গাই হয়তো পেতেন না তিনি। ইনজুরিতে ভুবনেশ্বর কুমার মাঠের বাইরে চলে যেতেই সম্ভাবনার দরজা খুলে যায়। সুযোগ পেয়েই বল হাতে ঝড় তুলেন মোহাম্মদ সামি। টানা তিন ম্যাচে ধরে রাখলেন সাফল্যের ধারাবাহিকতা। এরইমধ্যে হ্যাটট্রিকও করলেন এই পেসার। রোববার ক্যারিয়ারে প্রথমবারের মতো শিকার করেছেন ইনিংসে পাঁচ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এই সাফল্যে সামি গড়লেন বিশ্বকাপে অনন্য নজির!

এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই চমক দেখান তিনি। দ্বিতীয় ভারতীয় হিসাবে ওয়ানডে বিশ্বসেরার এই টুর্নামেন্টে করেন হ্যাটট্রিক। তারপর ওয়েস্ট ইন্ডিজের শিকার করেন ৪ উইকেট।

গত বিশ্বকাপেও ভারতের হয়ে লড়েছেন সামি। ৭ ম্যাচে তুলে নেন ১৭টি উইকেট। এবার তিন ম্যাচেই জমা করলেন ১৩ উইকেট। সব মিলিয়ে বিশ্বকাপে ১০ ম্যাচে উইকেট সংখ্যা ৩০টি। ইতিহাস জানাচ্ছে-ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে কম ম্যাচে বিশ্বকাপে পেলেন ৩০ উইকেট।

এই সাফল্যে টপকে গেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। বিশ্বকাপে ২৬ ম্যাচে ২৫টি ইনিংসে কিংবদন্তি ওই পেসার নিয়েছিলেন ২৮ উইকেট। এবার সামি ১৫ ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পা রাখলেন।

ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট জহির খানের। এই পেসার ২৩ ম্যাচে ২৩ ইনিংসে নেন ৪৪ উইকেট। জাভাগাল শ্রীনাথ ৩৪ ম্যাচে তুলেছেন সমান ৪৪ উইকেট। স্পিনার অনিল কুম্বলে ১৮ ম্যাচে নেন ৩১টি উইকেট।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় দূরেই আছেন সামি। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ৩৯টি ম্যাচে ৭১ উইকেট নিয়ে আছেন শীর্ষে।


এ সম্পর্কিত আরও খবর