নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান-দাবী শোয়েবের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক,বার্তা২৪ | 2023-08-26 10:51:39

আফগানিস্তান দলের শিকড়ের খোঁজ নিলে বিশ্বকাপে খেলা হবে না তাদের। ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞে নিষিদ্ধ হয়ে যাবে তারা। কেননা আফগান ক্রিকেটারদের সিংহভাগই গড়ে উঠেছেন পাকিস্তানের মাটিতে। আফগান সমালোচনার কড়া জবাব দিয়ে এমন মন্তব্যই করেছেন শোয়েব আখতার।

আফগানদের ওপর চটে গিয়ে পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার বলেন, ‘আফগান ক্রিকেটারদের পরিচয়পত্র পরীক্ষা করলে তারা বিশ্বকাপেই খেলতে পারবে না। নিষিদ্ধ হয়ে যাবে। কারণ তাদের দলের বেশিরভাগ ক্রিকেটারই পেশোয়ারের শরণার্থী শিবিরে বেড়ে উঠেছে।’

দল হিসেবে ভালো করলেও আফগানদের বুদ্ধির বিকাশ ঘটেনি। এমন খোঁচাই মেরেছেন সাবেক এ স্পিড স্টার, ‘আফগানরা এখন কোথায় খেলে দেরাদুনে। তাদের হোম গ্রাউন্ড এখন দেরাদুন। একটা সময় ছিল পেশোয়ার। এই ছেলেদেরকে আমরাই তৈরি করেছি। আজ তারা চলে গেছে দিল্লী, নয়ডায়। তারা ভালো দল হিসেবে গড়ে উঠেছে। ভারত তাদের জন্য বিনিয়োগও করেছে অনেক। কিন্তু ভারত তাদের বুদ্ধির পরিপক্কতা এনে দিতে পারেনি।’

তা আফগানিস্তানের বিপক্ষে চটলেন কেন শোয়েব? আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুল্লাহ খান পাকিস্তানের চেয়ে নিজেদের ভালো দল দাবী করে বক্তব্য দিয়ে ছিলেন। এখানেই থামেননি তিনি। পাকিস্তানের ক্রিকেটীয় জ্ঞান বাড়াতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। এতেই ক্ষেপেছেন শোয়েব।

গণমাধ্যমের সামনে আফগানদের উল্টাপাল্টা কিছু না বলার অনুরোধও করেছেন সাবেক এ তারকা পেসার।

 

এ সম্পর্কিত আরও খবর