ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 03:17:48

ব্যর্থতা সামলে চেনা ছন্দে ফিরেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে দুর্দান্ত দাপট দেখিয়ে লিওনেল মেসির দল হারিয়েছে ভেনেজুয়েলাকে। তবে ফাইনালে উঠার লড়াইয়ে তারা পাচ্ছে ফুটবল মাঠের চির শত্রু ব্রাজিলকে।

শুক্রবার রাতে রিও ডি জেনিরোতে কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোল এগিয়ে যায় ফেভারিটরা। এরপর দ্বিগুণ করে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন জিওভানি লো সেলসো।

অবশ্য গোটা ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও এবার আক্রমণে বেশ দক্ষতা দেখিয়েছে কোপার ১৪ বারের চ্যাম্পিয়নরা। আগে দেখা গেছে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না তারা।



এবার ফাইনালে উঠার লড়াইয়ে এই আধিপত্য ধরে রাখতে পারলেই হয়। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় ব্রাজিলের সঙ্গে লড়বে আর্জেন্টিনা। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে এখনই উত্তেজনা ছড়াচ্ছে!

খেলায় সব ঠিক থাকলে শুরুতেই এগিয়ে যেতে পারতো মেসির দল। মার্টিনেসের পাস ধরে দারুণ শট নিয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো, কিন্তু নিশানা খুঁজে নিতে পারেন নি তিনি। তবে ১০ মিনিটে ঠিকই লিড নেয় আর্জেন্টিনা। মেসির ভাসানো কর্নারে বল পেয়ে যান অ্যাগুয়েরো। তিনি শট থেকে বল পেয়ে দেখার মতো এক ফ্লিক শটে মার্টিনেস বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে (১-০)!

এরপর ৭৪তম মিনিটে এসে দ্বিতীয় গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। ভেনেজুয়েলার রক্ষণভাগের ফুটবলারদের ভুলে বল পেয়ে যান জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডার দক্ষতার সঙ্গে বল ঠেলে দেন প্রতিপক্ষের পোস্টে (২-০)।

ফের বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের মঞ্চ তৈরি। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্টত্বের টুর্নামেন্টে এবার অবশ্য মেসিকে চ্যালেঞ্জ জানাতে নেই নেইমার। ইনজুরিতে মাঠের বাইরে এই মহাতারকা। তবে নিজেদের মাঠে ভাল করেই প্রস্তুত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতিহাস জানাচ্ছে- ২০০৭ সালের পর বড় কোনও টুর্নামেন্টের নকআউটে ফের দেখা হচ্ছে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার। ২০০৭ সালের কোপা আমেরিকা ফাইনালে লড়েছে তারা। যেখানে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাম্বা নৃত্যের দেশটি।

এ সম্পর্কিত আরও খবর