যুবরাজের স্মৃতি ফিরিয়ে এনেছেন সাকিব

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 09:35:17

৬ ইনিংসে ব্যাট হাতে খেললেন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১ রানের ইনিংস। আর বল হাতে নিয়েছেন মোট ১০ উইকেট। সন্দেহ নেই সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে এখন অব্দি সেরা ক্রিকেটার। প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে গড়ছেন বিরল রেকর্ড। এই যেমন সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দাপটের পর অনন্য উচ্চতায় পা রেখেছেন এই অলরাউন্ডার।

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান ও ৩০ উইকেটের মাইলফলকে পা রাখা প্রথম খেলােয়াড় সাকিব। তার দাপুটে পারফরম্যান্স ফিরিয়ে এনেছে ২০১১ বিশ্বকাপের স্মৃতি। যেখানে এভাবেই চমক দেখিয়েছিলেন যুবরাজ সিং।

বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে, প্রতিটিতেই সাকিব ম্যাচসেরা। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এই ক্রিকেটাররের ব্যাট-বলে ঝড় দেখে মুগ্ধ বিশ্লেষকরা। ২০১১ বিশ্বকাপ এমন পারফম্যান্সে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন যুবি। টুর্নামেন্ট-সেরা এই তারকা ব্যাট হাতে করেন ৩৬২ রান। আর বল হাতে নেন ১৫ উইকেট।

আফগানদের বিপক্ষে হাফ-সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করে যুবিকে ছুঁয়ে ফেললেন সাকিব। ২০১১ বিশ্বকাপে এভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫০ রানের ইনিংসের সঙ্গে তিনি নেন ৫ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে ফিফটির সঙ্গে ৫ উইকেট জেতার রেকর্ডটা এবার স্পর্শ করলেন সাকিব।

সাকিবের এমন পারফরম্যান্সে চলছে বন্দনা। সেই তালিকায় নাম লিখিয়েছেন জহির খানও। ভারতীয় সাবেক এই তারকাই ফিরিয়ে তুলনাটা করলেন যুবির সঙ্গে। বলেন, ‘টুর্নামেন্টে সাকিব মনে হচ্ছে যুবরাজ সিংয়ের মতো খেলে যাচ্ছে। ২০১১ সালের বিশ্বকাপে যুবরাজ প্রতি ম্যাচেই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে। বাংলাদেশের হয়ে সাকিব এমনটাই করছে। ও প্রতি ম্যাচেই ভালো খেলছে। নিজেকেই যেন একটু একটু করে ছাড়িয়ে যাচ্ছে।’

সবকিছু ঠিক থাকলে সাকিবের হাতেই হয়তো বিশ্বকাপের ‘প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ ট্রফি উঠতে পারে। যদিওসেরা খেলোয়াড়ের পুরস্কার চালুর পর একটি অলিখিত নিয়মও আছে। যেটি হলো ন্যূনতম সেমি-ফাইনাল খেলেছে এমন দলের পারফরমারই জেতেন সেরা ট্রফি। এক্ষেত্রে বাংলাদেশের সেমিতে উঠার সম্ভাবনা আছে। সেটি না হলেও সাকিবকে সেরা ঘোষণা করলে অবাক হওয়ার কিছুই থাকবে না!

এবারের বিশ্বকাপে বাকী দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ দুটিতে ভাল খেলে রান ও উইকেটসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে সাকিবের সামনে!

এ সম্পর্কিত আরও খবর