সাকিবে মুগ্ধ লারা, হাসি, লক্ষ্মণ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 04:10:24

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে দাপটে পারফরম্যান্স দিয়ে চলতি ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সেটা প্রমাণ করেছেন বাংলাদেশের সেরা এ ক্রিকেটার। শুধু বিশ্ব সেরা অলরাউন্ডারই নন। বিশ্বকাপের এ আসরের সেরা ক্রিকেটারও এখন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সোমবার হ্যাম্পশায়ারে হাফ-সেঞ্চুরি (৫১) করে ডেভিড ওয়ার্নারকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ফের শীর্ষে উঠে গেছেন সাকিব (৪৭৬)। সঙ্গে বল হাতে জ্বলে ২৯ রানে নেন ৫ উইকেট। ফলে এ বিশ্বকাপে ৪৭৬ রানের সঙ্গে ১০ উইকেটের মালিক কেবল এখন বাংলাদেশের এ মেগাস্টার। তার আগে দুটি সেঞ্চুরিও আছে তার।

একদিন তিন বিশ্বকাপে দেশের হয়ে হাজার রানের মাইলফলকেও পা রাখেন সাকিব। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৩০ উইকেট ও হাজার রানের কীর্তি গড়েন তিনি।

ব্যাটে-বলের এমন দুরন্ত পারফরম্যান্সের পর এখন বিশ্বের কিংবদন্তি অলরাউন্ডারদের ক্লাবে জায়গা করে নিয়েছেন সুপারম্যান সাকিব। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি তো তেমনটাই বলছেন, ‘ক্রিকেট দুনিয়ার সেরা অলরাউন্ডারদের তালিকায় নিজের নাম লিখে ফেলেছে সাকিব। বিশ্বকাপের এ আসরে সে-ই সেরা ক্রিকেটার। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই।’

সাকিবের খেলায় উচ্ছ্বসিত ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা, ‘কী অসাধারণ পারফরমার# ক্রিকেট ওয়ার্ল্ড# বাংলাদেশ-আফগানিস্তান#সাকিব আল হাসান।’

ভারতের মুরালি কার্তিকের মতে সাকিব শুধু বিশ্বকাপে নয়। সব সময় তিনিই থাকেন সেরাদের তালিকায়, ‘ক্রিকেটের তিন সংস্করণে দীর্ঘ দিন শীর্ষ বা দ্বিতীয় স্থানে থাকাটা কঠিন। কোনো সন্দেহ নেই ক্রিকেট ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকায় অমর হয়ে থাকবে সাকিবের নাম।’

ক্রিকেট মহাতারকা সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ। ভারতের সাবেক এ ক্রিকেটার টুইটারে গাইলেন সাকিবের জয়গান, ‘সাকিবের আরো একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। তার খেলার স্টাইল আমার ভালো লাগে। এতো শত অর্জনের পরও সে যার পর নাই বিনয়ী ও ভদ্র। #সম্মান#রোল মডেল#ক্রিকেট বিশ্বকাপ ২০১৯।’

লক্ষ্মণের টুইট বার্তা রিটুইট করে একমত পোষণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও তাকে শুভ কামনা জানিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের সাবেক সতীর্থ মনোজ তিওয়ারি বন্ধু সাকিবকে পিলার উপাধি দিয়েছেন, ‘চমৎকার খেলোয়াড়। চমৎকার রেকর্ড। এবং চমৎকার ব্যক্তিত্ব। দুর্দান্ত পারফরম্যান্স। সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের নাম্বার ওয়ান পিলার। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অদ্বিতীয়। তাকে টুপি খোলা অভিনন্দন। ভবিষ্যতে আরো রেকর্ডের প্রত্যাশায় রইলাম। তবে ভারতের বিপক্ষে নয়। বিধাতা তোমার মঙ্গল করুক বন্ধু।’

আর ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারের চোখে সাকিব এ বিশ্বকাপের সব চেয়ে দামী ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও খবর