ঋণ শোধে নিলামে বেকারের ট্রফি-স্মারক

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 17:34:39

ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছিলেন বরিস বেকার। কোনো উপায় খুঁজে না পেয়ে নিজের জেতা ট্রফি ও ব্যক্তিগত স্মারক নিলামে তুলেছেন জার্মানির এ টেনিস কিংবদন্তি।

৫১ বছরের সাবেক এ টেনিস তারকা অর্থ সংগ্রহের জন্য পদক, ট্রফি ও ফটোগ্রাফসহ ৮২টি সামগ্রী নিলামে তুলেছেন। ওয়াইলস হার্ডি অ্যান্ড কোম্পানি নামে একটি ইংলিশ প্রতিষ্ঠান ‘বুম বুম' খ্যাত বেকারের সামগ্রী অনলাইনে নিলামে তোলার পুরো বিষয় দেখভাল করছে। ১১ জুলাই পর্যন্ত চলবে এ নিলাম।

নিলামে উঠা সাবেক নাম্বার ওয়ান বেকারের ট্রফি গুলোর মধ্যে রয়েছে তার জেতা চ্যালেঞ্জ কাপ রেপ্লিকা। ১৭ বছর বয়সে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উইম্বলডন বিজেতার রেনশঁ কাপের রেপ্লিকাও রয়েছে এ তালিকায়। আছে ১৯৯০ উইম্বলডন ফাইনালস্টি হিসেবে পাওয়া পদক ও ১৯৮৯ ইউএস ওপেন চ্যাম্পিয়ন হিসেবে জেতা সিলভার কাপের রেপ্লিকাও।

দেড় দশকের ক্যারিয়ারে ছয় গ্র্যান্ড স্ল্যামসহ ৪৯ ট্রফির মালিক বেকারের ঋণের পরিমাণ কয়েক মিলিয়ন পাউন্ড। তা শোধ করতে না পারায় ২০১৭ সালে তাকে দেউলিয়া ঘোষণা করে ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর