লিটন দাস কি আউট ছিলেন?

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-09-01 06:16:46

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। তবে প্রশ্ন উঠেছে সত্যিই কী আউট ছিলেন তিনি?

মুজিব উর রহমানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরে ফেরেন লিটন। ক্যাচটা হাতে জমান আফগানিস্তানের হাশমতউল্লাহ শাহিদি! যদিও এটা নিয়েই সন্দেহ। বলটি কি মাটি স্পর্শ করেছিল কীনা বুঝতে বেশ কয়েকবার স্লো মোশনে দেখতে হয়েছে থার্ড আম্পায়ার আলিম দারকে। তিনি নিজেও ঠিক বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ সময় নিয়ে শেষ পর্যন্ত লিটনকে আউটই দিলেন তিনি!

ক্রিকেটে নিয়ম আছে বেনিফিট অব ডাউট পান ব্যাটসম্যানরা। কিন্তু পাকিস্তানি আম্পায়ার সুযোগটা দেননি লিটনকে! ফিল্ড আম্পায়ার আউটের সফট সিগন্যাল দিয়ে টিভি আম্পায়ারের কাছে পাঠান। কয়েকবার রিপ্লে দেখে আলিম দার যে সিদ্ধান্ত নেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে!

১৭ বলে ১৬ রান করে ফেরেন লিটন। এদিন তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামেন তিনি।



এ রিপোর্ট লেখার সময় আফগানদের বিপক্ষে ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭৪ রান। ব্যাট করছেন তামিম (৩০) ও সাকিব আল হাসান (২৪)।

ম্যাচে টস ভাগ্য সঙ্গে ছিল না মাশরাফি বিন মর্তুজার দল। আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব টস জিতে শুরুতে ব্যাটিংয়ে পাঠান টাইগারদের।

মোহাম্মদ সাইফউদ্দিন পিঠের চোট কাটিয়ে ফের বাংলাদেশের একাদশে ফিরেছেন। ইনজুরি সামলে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মাঠে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। পূর্ণ শক্তির দল নিয়েই সাউদাম্পটনের রোজ বৌলে সোমবার বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে খেলা ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। দলে জায়গা পেলেন পেসার দৌলত জাদরান। আছেন সামিউল্লাহ শিনওয়ারি। বাদ ওপেনার হজরতউল্লাহ জাজাই ও পেসার আফতাব আলম।

সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে। হারলে শেষ সেমিতে খেলার সম্ভাবনা।  

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: গুলবাদিন নাইব, সামিউল্লাহ শিনওয়ারি, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলি খিল, দৌলত জাদরান, মুজিব উর রহমান।

এ সম্পর্কিত আরও খবর