সাইফুদ্দিনকে নিয়ে ‘সন্দেহের’ কড়া জবাব বাংলাদেশ কোচের

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে | 2023-08-26 08:28:41

পিঠের চোটের কারণে ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলেননি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। তার এই ইনজুরি নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। সন্দেহের চালাচালি শুরু হয়-অস্ট্রেলিয়া বলেই ভয়ে এই ম্যাচে ইনজুরির ‘ভান’ ধরেছেন সাইফুদ্দিন। পত্রিকায় এমন রিপোর্টও ছাপা হয়। এই খবরে সাইফুদ্দিন শারীরিক ইনজুরির চেয়ে মানসিকভাবে আরো বড়ো ধাক্কা খান।

রোববার, ২৩ জুন, সাউদাম্পটনে হ্যাম্পশায়ার রোজ বৌল স্টেডিয়ামে সাইফুদ্দিন লম্বা সময় ধরে অনুশীলন করেন। তার শারীরিক ফিটনেস এবং অনুশীলনের ধার দেখেই বোঝা গেলো আফগানিস্তান ম্যাচে তাকে একাদশে ফিরিয়ে আনতে চাইছে টিম ম্যানেজমেন্ট। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাইফুদ্দিন ৯ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।

পত্রিকায় প্রকাশিত রিপোর্টের সত্যতা এবং সাইফুদ্দিনের মানসিক অবস্থা প্রসঙ্গে বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানালেন-‘সাইফুদ্দিন ভালো আছে। তার বিশ্রামের প্রয়োজন ছিলো। পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ সে মিস করেছে। শারীরিক সেই চোটের কারণেই বোলিং করতে তার সমস্যা হচ্ছিলো। আর চোটের কারণে কেউ যদি বল করতে না পারে-তাহলে তো একাদশে নেয়া যায় না।’

সাইফুদ্দিনের ‘ক্রিকেটীয় সততা’ যে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রসঙ্গে রোডসের উত্তর বেশ কড়া ধাঁচেরই হলো-‘ক্রিকেটে মানসিক অবস্থা ঠিক রাখার গুরুত্ব অনেক। ইনজুরির ভান করে সাইফুদ্দিন খেলেনি বলে রিপোর্ট বেরিয়েছে সেটা পুরোপুরি অসত্য। মিথ্যে রিপোর্ট। আর তাই কেনো ক্রিকেটারের সততা নিয়ে প্রশ্ন তোলার আগে জেনে নেয়া উচিত আসলে তথ্যটা একশ ভাগ সঠিক কিনা?’

বিস্তারিত ব্যাখায় কোচ বলেন-‘এই বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকরাও দলের বাকি সবার মতো চান বিশ্বকাপে যেন দল ভালো পারফরমেন্স করুক। আর তাই যদি মিথ্যে কোনো কিছু কোনো খেলোয়াড়কে সমস্যায় ফেলে তবে সেটা নিশ্চিতভাবেই সেই খেলোয়াড় এবং সার্বিক অর্থে বাংলাদেশ দলের জন্যও ভালো কিছু হবে না। আমরা এখানে বিশ্বকাপ জিততেই এসেছি। সামনে আমাদের এখনো পর্বতসম বাধা। কঠিন চ্যালেঞ্জ পার হতে হবে। আর তাই লোকে যা বলেছে সেটা শুনে কিছু লেখার আগে সত্যতা সম্পর্কে আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।’

রোববার, বাংলাদেশ দলের অনুশীলনে মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন দুজনকেই লম্বা সময় অনুশীলনে দেখা গেলো। খুব সম্ভবত আফগানিস্তান ম্যাচে দুজনেই একাদশে ফিরছেন। অস্ট্রেলিয়া ম্যাচে খেলা রুবেল হোসেন ও সাব্বির রহমান তাহলে আরেকবার বিশ্বকাপের দ্বাদশ ব্যক্তি!

এ সম্পর্কিত আরও খবর