ট্রেন্টব্রিজে হঠাৎ বৃষ্টি! অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ৩৬৮ রান

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে | 2023-08-26 16:26:26

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভার করার জন্য মুস্তাফিজ বল হাতে প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই  ট্রেন্টব্রিজে ঝাঁপিয়ে নামলো বৃষ্টি। আম্পায়ার বাধ্য হন খেলা বন্ধ করতে। ইনিংসে এক ওভার বাকি রেখেই অস্ট্রেলিয়া ড্রেসিংরুমে ফিরে যায়। স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার স্কোর তখন ৪৯ ওভারে ৫ উইকেটে ৩৬৮ রান!

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান। আগের স্কোর ছিলো ৩৬১ রানের।

সকালে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং বেছে নেয়। সতর্ক ব্যাটিং নিয়ে শুরু করা অস্ট্রেলিয়া উইকেটে জমে যাওয়ার পর হাত খুলে খেলে। ডেভিড ওয়ার্নার খেললেন ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অ্যারেন ফিঞ্চ করেন ৫৩ রান।

ওয়ানডাউনে ওসমান খাজার ব্যাট থেকে আসে ৮৯ রানের মারমুখী ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সাফল্য দেখান সৌম্য সরকার। ৮ ওভার বল করে ৫৮ রানে ৩ উইকেট পান সৌম্য। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া তাদের ইনিংসের শেষ ওভার খেলতে যদি ফের ব্যাট করতে না পারে তাহলে এই ম্যাচ জিততে বাংলাদেশের টার্গেটও বেড়ে যাবে। বৃষ্টি আইন অনুযায়ী তখন বাংলাদেশকে ম্যাচ জিততে হলে ৪৯ ওভারে করতে হবে ৩৭৭ রান!

এ সম্পর্কিত আরও খবর