‘বিশ্বকাপ জয় পাকিস্তানের জন্য দিবাস্বপ্ন’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 19:11:23

ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৯ রানে হারের লজ্জা হজম করে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার বন্যায় রীতি মতো ভেসে যাচ্ছেন তারা।

সমালোচকদের তালিকায় আছেন কামরান আকমলও। পাকিস্তানের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মতে, পাকিস্তানের পক্ষে এবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়, ‘পাকিস্তানের বিশ্বকাপ জয়ের চিন্তা মানেই দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।’

বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে কামরান আকমল বলেন, ‘পাকিস্তানের তো শেষ চারে খেলার যোগ্যতাই নেই। তাদের কাছে বিশ্বকাপ ট্রফি প্রত্যাশা আর দিনের বেলা স্বপ্ন দেখা একই। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ একেবারেই যাচ্ছে তাই। এমনকি অধিনায়ক সরফরাজ আহমেদের মধ্যে নেতৃত্ব গুণের ছিটে-ফোঁটাও নেই। শুরু থেকে ভুল করে আসছেন তিনি। যা সবার জন্য কষ্টদায়ক।’

পাকিস্তানের পক্ষে বড় কোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব নয়। তাই বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে আর কোনো স্বপ্ন দেখতে চান না কামরান। তবে মন থেকে চান সম্মানজনক অবস্থান থেকে বিশ্বকাপ মিশন শেষ করুক তার দেশ।

এনিয়ে কামরান বলেন, ‘আগেই বলেছিলাম, শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারানোর সামর্থ্য নেই পাকিস্তানের। দল নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ নিয়ে কোনো রণকৌশল, প্রস্তুতির তোড়জোড় কিছুই ছিল না। পাকিস্তান দলের এখন লক্ষ্য হওয়া উচিত বাকি ম্যাচ গুলোতে যতটা সম্ভব জয় ছিনিয়ে নেওয়া। এবং মর্যাদার জায়গা থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া।’

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। পাঁচ ম্যাচ খেলে এক জয় (ইংল্যান্ডের বিপক্ষে) আর তিন হারে (ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে) ৩ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে এখন তারা। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ মাঠে গড়ায়নি।

শেষ চারে খেলতে হলে নিজেদের বাকি চার ম্যাচের (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে) প্রতিটি জিততে হবে। ১৯৯২ বিশ্বকাপ জয়ীদের জন্য যা কষ্টসাধ্য। সঙ্গে প্রতিপক্ষের হার কামনা করে চোখ রাখতে হবে রানরেটের দিকে।

রোববার পাকিস্তান মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর