প্রোটিয়াদের হারাতে নিউজিল্যান্ডের চাই ২৪২

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-28 14:07:49

বিশ্বকাপে চার ম্যাচে তিন জয়ে রীতিমতো উড়ছে নিউজিল্যান্ড। আরো একটি জয়ের মঞ্চ তৈরি কিউইদের। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোর গড়তে দেয়নি কেন উইলিয়ামসনের দল। বার্মিংহামে বল হাতে দাপট নিউজিল্যান্ডের বোলাররা।

টস হেরে ব্যাট করতে নেমে বুধবার প্রোটিয়ারা তুলেছে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন হাশিম আমলা ও রসি ফন ডার ডাসেন।

আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হয় দেরিতে। এ কারণে ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমিয়ে দেওয়া হয়।

সতর্ক হয়ে ব্যাট করতে গিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে আমলা তুলে নেন ফিফটি। ৫৫ রান করার পথে অভিজাত এক মাইলফলক পেরিয়ে যান তিনি। প্রোটিয়াদের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানে পা রাখেন আমলা।

আমলা আট হাজার রান করলেন ১৭৬ ইনিংসে। যা কীনা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম আট হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। ভারত অধিনায়কের এই ক্লাবে পা রাখেন ১৭৫ ইনিংস খেলে।

কথা বলল ফন ডার ডাসেনের ব্যাটও। তিনি করেন ৬৪ বলে ৬৭। অন্যরা তেমন কিছুই করতে না পারায় গড়া হয়নি বড় স্কোর।

নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, স্যান্টনার ও কলিন ডি গ্র্যান্ডহোম।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২৪১/৬ (ডি কক ৫, আমলা ৫৫, ডু প্লেসিস ২৩, মারক্রাম ৩৮, ফন ডার ডাসেন ৬৭*, মিলার ৩৬, ফেলুকোয়ায়ো ০, মরিস ৬*; বোল্ট ১/৫৩, ফার্গুসন ৩/৫৯, ডি গ্র্যান্ডহোম ১/৩৩, স্যান্টনার ১/৪৫)

এ সম্পর্কিত আরও খবর