নেপালের চ্যাম্পিয়ন ক্লাবকে উড়িয়ে শীর্ষে আবাহনী

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 11:41:12

নিজেদের মাঠে দুর্দান্ত ফুটবলের পসরা সাজাল আবাহনী লিমিটেড। ধানমন্ডির ক্লাবটি রীতিমতো উড়িয়ে দিয়েছে নেপালের চ্যাম্পিয়ন ক্লাব মানাং মার্সিয়াংদিকে। এএফসি কাপে হেসে-খেলেই জয় তুলে নিয়েছে আবাহনী।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

জয়ী দলের হয়ে পাঁচটি গোল করেন নবীন নেওয়াজ জীবন, কেরভেন্স ফিলস বেলফোর্ট, জুয়েল রানা, সানডে চিজোবা ও মমিনুল ইসলাম।

এর আগে প্রথম লেগে ১-০ গোলে মানাং মার্সিয়াংদিকে হারিয়েছিল ঢাকা আবাহনী।

এ অবস্থায় ৫ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাইন এফসি। তারা মিনেরভা পাঞ্জাবের সঙ্গে ১-১ ড্র করে পিছিয়ে পড়েছে।

খেলার ১১তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। প্রতিপক্ষের ডিফেন্ডার শাহিদ আজিজের ভুলে বল পেয়ে যান জীবন। সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেন নি এই ফরোয়ার্ড (১-০)। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্টে।

দুই গোলে এগিয়ে এগিয়ে আক্রমণ থেকে সরে যায়নি আবাহনী। তবে গোল মিসের মহড়া দিয়েছেন দলের ফুটবলাররা। বিশেষ করে চিজোবা একের পর সুযোগ নষ্ট করেছেন। এরইমধ্যে ৬৩তম মিনিটে জুয়েল রানার গোলে আরও এগিয়ে যায় আবাহনী।



খেলার ৭৬তম মিনিটে এসে স্বস্তি খুঁজে পান চিজোবা। একের পর গোল মিসের পর খুঁজে পান নিশানা। নাইজেরিয়ার ফরোয়ার্ডের গোলে আরো এগিয়ে যায় দল। শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে দলের হয়ে শেষ গোলটি করেন মামুনুল।

গোল উৎসবের আনন্দ সঙ্গী করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকরা হাসিমুখেই ছাড়েন মাঠ।

এ সম্পর্কিত আরও খবর