হেসে-খেলে আফগানদের হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 07:43:28

বিশ্বকাপের বড় মঞ্চে রীতিমতো অসহায় আত্মসমর্পনই করছে আফগানিস্তান। এবার ইংল্যান্ড উড়িয়ে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিকে। মঙ্গলবার স্বাগতিকদের রান পাহাড়ে চাপা পড়েছে গুলবাদিন নাইবের দল। এই জয়ের পথ ধরে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ইংল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচে স্বাগতিকদের ৪ জয়ে পয়েন্ট ৮। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে এরপরই ভারত ও নিউজিল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টেবিলে ৫ নম্বরে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং স্বর্গে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইয়ন মরগান। আর নিজেই শুরু করেন টর্নেডো। ছক্কার ঝড় বইয়ে দিয়ে তুলে নেন শতরান। গড়েন ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। দল তুলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে আফগানরা।

বিশাল সংগ্রহের জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার নুর আলি জারদান ফিরে যান কোন রান না করেই। তারপর অবশ্য কিছুটা সময় লড়েছেন গুলবাদিন নাইব ও রহতম শাহ। দু'জন দ্বিতীয় উইকেট জুটিতে জমা করেন ৪৮ রান। নাইব ফেরেন ৩৭ রানে। তারপর রহমত বিদায় নেন ৪৬ রানে।

এরপর হাশমতউল্লাহ শাহিদির ব্যাট কথা বলেছে। তিনি ফেরেন ৭৬ রানে। আসগর আফগান তুলেন ৪৪। কিন্তু তাদের এই ব্যাটিংয়ে শুধু ব্যবধানটাই কমেছে!

এর আগে বল হাতে নাজেহাল হয় আফগানিস্তানের বোলাররা। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯৭ রান করে ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে যা ইংল্যান্ডের সর্বোচ্চ রান। কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রান ছিল আগের রেকর্ড।

ম্যাচে ইয়ন মরগান ৭১ বলে ৪ চার ও ১৭ ছক্কায় করেন ১৪৮ রান। শুধু বিশ্বকাপ নয়,ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন তিনি। মরগান সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৭ বলে। বিশ্বকাপে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫২ বল), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৫১ বল) ও আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (৫০ বল)। আর এটি ইংল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম।

ইংল্যান্ডের ইনিংসে মোট ছক্কা ছিল ২৫টি। যা ওয়ানডেতে এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ। নিজেদের রেকর্ডই ভাঙল ইংল্যান্ড। এ বছর গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ছক্কা হাঁকায় দলটির ব্যাটসম্যানরা।

বল হাতে হতাশায় পুঁড়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৯ ওভারে দেন ১১০ রান। যা বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। ১৯৮৩ বিশ্বকাপে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসার মার্টিন স্নেডেন দেন ১২ ওভারে ১০৫ রান।

আবার ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ডে নাম লেখান রশিদ। ২০১৬ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ১১০ রান দেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার পেসার মিক লুইস।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৯৭/৬ (ভিন্স ২৬, বেয়ারস্টো ৯০, রুট ৮৮, মরগান ১৪৮, বাটলার ২, স্টোকস ২, মইন ৩১*, ওকস ১*; দৌলত ৩/৮৫, নাইব ৩/৬৮)
আফগানিস্তান: ৫০ ওভারে ২৪৭/৮ (জাদরান ০, নাইব ৩৭, রহমত ৪৬, শাহিদি ৭৬, আসগর ৪৪, নবি ৯, নাজিবউল্লাহ ১৫, রশিদ ৮, ইকরাম ৩*, দৌলত ০*; আর্চার ৩/৫২, উড ২/৪০, রশিদ ৩/৬৬)
ফল: ইংল্যান্ড ১৫০ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়ন মরগান

এ সম্পর্কিত আরও খবর