‘সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:15:57

রেকর্ডে মোড়ানো দাপটে এক হার না মানা সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। পৌঁছে গেছেন ওয়ানডে ক্রিকেটের ছয় হাজার রানের ক্লাবে। মাহমুদউল্লাহর পর  বিশ্বকাপে টানা দুই ম্যাচে পেলেন সেঞ্চুরি। সুবাদে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে বল হাতে ২ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের অনন্য এক ইনিংস খেলেন ম্যাচের এ নায়ক।

তাই সাকিবের বন্দনায় মেতেছে সারা ক্রিকেট দুনিয়া। ভারতের সাবেক পেসার ইরফান পাঠান সাকিবের স্তুতি গেয়ে টুইটারে লিখেছেন- ‘দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। এখন আবার দাপটের সঙ্গে উইন্ডিজের বিপক্ষে রান তাড়া করে জিতল। দলকে জেতানোর জন্য নিঁখাত পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব।’

ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া সাকিবকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন, ‘সাকিবের আগুনে ব্যাটিং-র ওপর ভর করেই ৭ উইকেটের বড় জয় ছিনিয়ে নিয়েছে মাশরাফি বাহিনী। চমৎকার খেলেছেন সাকিব। কোনো সন্দেহ নেই তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তাদের খেলা দেখে আমি পুলকিত। কী দুর্দান্ত জয়!’

সাকিবের ভ’য়সী প্রশংসা করে শহীদ আফ্রিদিও টুইট করেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জিতেছে বাংলাদেশ। সাকিব ও লিটন অসাধারণ খেলেছেন।’

সঙ্গে টাইগার সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন পাকিস্তানের কিংবদন্তি এ ক্রিকেটার, ‘বিশ্বকাপের মতো ক্রিকেটের মহাযজ্ঞে শক্তিশালী দলই খেলার সুযোগ পায়। এখানে আসার আগে সবাই তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে। প্রিয় দলের জন্য তারা নিজেদের সেরাটা নিগড়ে দিতে সবসময় উন্মুখ থাকে। তাই বিশ্বকাপের কোনো টিমকে অবমূল্যায়ন করা অনুচিত।’

এ সম্পর্কিত আরও খবর