শচীনকে টপকে নতুন উচ্চতায় কোহলি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 14:02:33

বিশ্লেষকদের কথাই সত্য হচ্ছে। একটির পর একটি শচীন টেন্ডুলকারের রেকর্ড নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। এবার আরো একটি অর্জন যোগ হয়েছে বিরাট কোহলির নামের পাশে। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ানডেতে কোহলির রান ছিল ১০ হাজার ৯৪৩। এদিন ৫৬ থেকে বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানে পৌঁছতেই গড়েন রেকর্ড।

ক্রিকেট ইতিহাসের নবম আর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট হয়েছেন ১১ হাজার রান ক্লাবের সদস্য। শচীনের (২৭৬) চেয়ে ৫৪ ইনিংস কম লাগল কোহলির। ভারত অধিনায়ক খেললেন মাত্র ২২২ ইনিংস।

২০০৮ সালের আগস্টে অভিষেক। এরপর ১০ বছর ৩০২ দিনে ১১ হাজারি ক্লাবে নাম লেখালেন কোহলি। শচীনের লেগেছে ১২ বছর ৪১ দিন। এর আগে ওয়ানডেতে দ্রুততম আট হাজার, নয় হাজার ও ১০ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি।

কোহলি রোববার পাকিস্তানের বিপক্ষে তুলেন ৭৭ রান। রোহিত শর্মা করেন ১৪০। আর ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ৩৩৬ রান।

 

 

এ সম্পর্কিত আরও খবর