রোহিতের শতরানে উড়ছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 12:11:00

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রাজত্ব চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন হাফ-সেঞ্চুরি। এবার পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচেও শতরান পেলেন ভারতের এ তারকা ওপেনার।

৮৫ বল খরচায় ৯ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত (১০১*)। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২৪তম সেঞ্চুরি।

রোববার ওল্ড ট্রাফোর্ডে তার সেঞ্চুরির ওপর ভর করে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ৩০.৪ ওভারে ১৭৮  রান তুলেছে অধিনায়ক বিরাট কোহলির দল। রোহিতকে সঙ্গ দিয়ে চলেছেন ওয়ান ডাউনে নামা কোহলি। তার সংগ্রহ ১৪ রান।

শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়েরর আভাস দিলেও ভারতের ব্যাটিং প্রতিরোধের দেওয়াল ভাঙতে পাকিস্তানের লেগে গেছে ২৩.৫ ওভার। ওপেনার লোকেশ রাহুল ফিরলেও দলীয় স্কোরে যোগ করে গেছেন ৫৭ রান। পাকিস্তানের হয়ে এক মাত্র উইকেটটি নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ।

ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচ খেলে কখনোই হারেনি ভারত। আজ রেকর্ডটা আরো একধাপ বাড়িয়ে নিতে মাঠে নেমেছে মেন ইন ব্লু শিবির। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অজেয় থেকে যাওয়া ভারত জয়রথটা চালিয়ে যেতে চায় দাপটে পারফরম্যান্স উপহার দিয়ে।

আর বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য ক্ষুধার্ত পাকিস্তান প্রস্তুত দুঃস্বপ্ন ঝেড়ে ফেলতে। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং ও বোলিংয়ের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন তারা। তাই জয় খড়া কাটানোর দৃঢ় প্রত্যয় নিয়ে ময়দানের লড়াইয়ে নেমেছে পাকিস্তান।

তিন ম্যাচের দুই জয়ে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে এখন অধিনায়ক বিরাট কোহলির ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে।

ভারতীয়দের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক জয় (ইংল্যান্ডের বিপক্ষে) ও দুই হারে (ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ক্যাপ্টেন সরফরাজ আহমেদের পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে।



 

এ সম্পর্কিত আরও খবর