টিভি পর্দায় ভারত-পাকিস্তান ক্রিকেট রোমাঞ্চ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 04:29:17

ক্রিকেট বিশ্বের চোখ আজ থাকবে টেলিভিশনের পর্দায়। কেননা বিশ্বকাপের বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান শ্বাসরুদ্ধকর ম্যাচের মঞ্চ তৈরি। আজ রোববার মাঠে নামছে দুই চিরশত্রু!

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ভারত-পাকিস্তান দ্বৈরথ আয়োজনে প্রস্তুত। এখন বৃষ্টি বাগড়া না দিলেই বিকেল সাড়ে ৩টা থেকে দুদলের মহারণের ম্যাচ টিভির পর্দায় উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। যদিও বলা হচ্ছে ইংলিশ সামারের বৃষ্টি এলোমেলো করে দিতে পারে সবকিছু!

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচ খেলে কখনোই হারেনি ভারত। আজ রেকর্ডটা আরো একধাপ বাড়িয়ে নিতে মাঠে নামবে মেন ইন ব্লু শিবির। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অজেয় থেকে যাওয়া ভারত জয়রথটা চালিয়ে যেতে চায় দাপটে পারফরম্যান্স উপহার দিয়ে।

আর বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য ক্ষুধার্ত পাকিস্তান প্রস্তুত দুঃস্বপ্ন ঝেড়ে ফেলতে। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং ও বোলিংয়ের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন তারা। তাই জয় খড়া কাটানোর দৃঢ় প্রত্যয় নিয়ে ময়দানের লড়াইয়ে থাকবে পাকিস্তান।

তিন ম্যাচের দুই জয়ে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে এখন অধিনায়ক বিরাট কোহলির ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে।

ভারতীয়দের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক জয় (ইংল্যান্ডের বিপক্ষে) ও দুই হারে (ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ক্যাপ্টেন সরফরাজ আহমেদের পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে।

ক্রীড়া অনুরাগীদের জন্য রাতে থাকছে ফুটবল রোমাঞ্চ। ফিফা নারী বিশ্বকাপে সুইডেন মাঠে নামবে থাইল্যান্ডের বিপক্ষে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে চিলি।

চলুন চোখ বুলিয়ে নেই টেলিভিশনের পর্দায় রোববার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
ভারত-পাকিস্তান
সরাসরি বিকাল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
ফিফা নারী বিশ্বকাপ
সুইডেন-থাইল্যান্ড
সরাসরি সন্ধ্যা ৭টা

যুক্তরাষ্ট্র-চিলি
সরাসরি রাত ১০টা
সনি টেন টু ও সনি লাইভ

এ সম্পর্কিত আরও খবর