১২৫ রানে অলআউট আফগানিস্তান

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 13:05:22

বিশ্বকাপ শুরুর আগে হুঙ্কার দিয়েছিল আফগানিস্তান। ভাবা হচ্ছিল বড় দলগুলোর জন্য আতঙ্কের অন্য নাম হতে পারে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি। কিন্তু মাঠের ক্রিকেটে একেবারেই সুপার ফ্লপ রশিদ খান-মোহাম্মদ নবীর দল। এবার দক্ষিণ আফ্রিকার সামনে ব্যাট হাতে অল্প পুঁজিতেই অলআউট আফগানরা।

শনিবার কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে ১২৫ রানে অলআউট আফগানিস্তান।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই ব্যাটিংয়ে শুরুটা একেবারে খারাপ ছিল না আফগানদের। হযরতউল্লাহ জাজাই (২২) ও নুর আলি জাদরান (৩২)লড়ছিলেন। কিন্তু বৃষ্টির পর ১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে পথ হারিয়ে বিপাকে পড়ে দলটি।

শেষ দিকে রশিদ খান যা একটু লড়লেন। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান। স্পিন ঘূর্ণিতে ইমরান তাহির নেন ২৯ রানে ৪ উইকেট! ৩ উইকেট নেন ক্রিস মরিস।

স্পিন ঘূর্ণিতে ইমরান তাহির নেন ২৯ রানে ৪ উইকেট! ৩ উইকেট নেন ক্রিস মরিস।

সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৩৪.১ ওভারে ১২৫/১০ (জাজাই ২২, জাদরান ৩২, রহমত ৬, শাহিদি ৮, আসগর ০, নবি ১, ইকরাম ৯, নাইব ৫, রশিদ ৩৫, হামিদ ০, আফতাব ০*; রাবাদা ১/৩৬, ফেলুকোয়ায়ো ২/১৮, মরিস ৩/১৩, ইমরান ৪/২৯)।



এ সম্পর্কিত আরও খবর