এবার ভালো শুরু হলে বড় ইনিংস আসছে: তামিম

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, টন্টন, ইংল্যান্ড থেকে | 2023-08-15 01:47:46

ভালো শুরু মানে তামিমের ব্যাটে বড় রান। নিজের ব্যাটিংকে এভাবেই গড়ে নিচ্ছেন তামিম ইকবাল। এই বিশ্বকাপেও সেই ব্যাটিংয়ের ধরণ নিয়েই খেলছেন বাংলাদেশের এই ওপেনার। কিন্তু ভালো শুরু করার পরও নিজের ইনিংস লম্বা করতে পারছেন না-তিন ম্যাচের প্রতিটিতেই একই দৃশ্য!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ২৯ বলে ১৬ রান করে আউট। একই মাঠে নিউজিল্যান্ড ম্যাচে ৩৮ বলে ২৪ রান তুলে ফিরলেন। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বল খেলে ১৫ রানে শেষ তার ইনিংস।

উইকেটে জমে গিয়েও অল্প রানে ফিরে আসা। তামিম ইকবালের ব্যাটিং ধাঁতের সঙ্গে এটা যায় না।

-তামিম নিজে কি ভাবছেন?

তামিম বললেন-‘আমার ব্যাটিং গ্রাফ জানাচ্ছে, খেলতে নামলে হয় আমি খুব দ্রুত আউট হয়ে যাই। আর যদি তাড়াতাড়ি আউট না হই; ১০ ওভার পর্যন্ত টিকে গেলে আমার ইনিংসটা সাধারণত বড়ো হয়। কিন্তু এই বিশ্বকাপের তিনটা ম্যাচে আমি ব্যাটিংয়ের কঠিন কাজটা করে আসার পর আউট হয়ে গেছি। যখন ব্যাটিংয়ে আমার নিজেকে মেলে ধরার কথা ছিলো, তখনই আমি আউট। ব্যাটিংয়ের শুরুর সাত/আট ওভারের চ্যালেঞ্জ জেতার পর এভাবে আউট হওয়া নিয়ে আমি নিজেও হতাশ।’

নিজের ব্যাটিংয়ের সবচেয়ে বড়ো সমালোচক তামিম ইকবাল নিজেই। ব্যাটিংয়ের কোথায় তার ভুল হচ্ছে? কোথায় ফাইন টিউনের প্রয়োজন-এটা নিজেই বুঝে নিয়ে সেই অনুযায়ী হোমওয়ার্ক করেন বাংলাদেশের এই ওপেনার। পেছনের তিন ম্যাচে নিজের ইনিংসের বিশ্লেষণ প্রসঙ্গে দায়টা নিজের কাঁধেই নিলেন তামিম-‘এই তিন ম্যাচের দুটোতে আমি যে কায়দায় আউট হয়েছি তাতে বলতে পারেন আমি উইকেট থ্রো করে এসেছি। এভাবে আউট নিয়ে আমি নিজেই হতাশ।’

তবে এসব হতাশাকে সঙ্গী করে রাখতে রাজি নন তামিম। নতুন দিনে, নতুন প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে নতুন করে মেলে ধরতে চান। শনিবার নেট অনুশীলনের ব্যাটিংয়ে দারুণ দক্ষতা দেখালেন। ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সঙ্গে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়েও আলাদা সেশন করেছেন। সেই আত্মবিশ্বাস থেকেই তামিম আশা দিচ্ছেন-‘এবার ভালো শুরু হলে, আমি সেটাকে গনায় রাখার মতোই খেলবো!’

আরেকবার একটু মনে করিয়ে দেই-তামিমের ১১ ওয়ানডে সেঞ্চুরির সর্বশেষ দুটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই!






এ সম্পর্কিত আরও খবর