অনুশীলনে মুশফিকের হাতে চোট, নেট বোলারও আহত!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, টন্টন, ইংল্যান্ড থেকে | 2023-09-01 10:02:27

বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে শনিবার বাংলাদেশের অনুশীলনে ‘শনি’ নেমে এসেছিলো যেন। অনুশীলন নেটে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। মুস্তাফিজের বলে ডান হাতের কব্জিতে চোট নিয়ে ড্রেসিংরুমে ফিরেন মুশফিক। খানিকবাদে কোনার নেটে আরেকটি বিপদ! এবার আহত একজন নেট বোলার। চিকিৎসকের কাঁধে ভর দিয়ে সেই নেট বোলার মাঠ থেকে বেরিয়ে আসেন।



তবে অনুশীলন নেটে এই ‘দুর্ঘটনা’র দিনে একটাই সুখবর-সাকিব আল হাসানের ফিরে আসা। সকালে সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে ফিল্ডিং অনুশীলনের পর লম্বা সময় ধরে নেট অনুশীলনে অংশ নেন সাকিব। ঘণ্টা খানেকের ব্যাটিং নেটে বেশ স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিলো তাকে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে-অনুশীলনে হাতে চোট পাওয়া মুশফিকের ইনজুরি খুব সিরিয়াস ধরনের কিছু নয়।

মুশফিকের চোটের খবরের খানিকবাদেই কোনার নেটে সাইফুদ্দিনের খেলা শটে মাথায় চোট পান পড়ে যান স্থানীয় একজন নেট বোলার। অনেকক্ষণ তিনি উইকেটে পড়ে থাকেন। সঙ্গে সঙ্গে মাঠে চিকিৎসক দৌড়ে আসেন। আহত সেই নেট বোলার ধীর পায়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাকে সেখান থেকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর