এমবাপের দ্রুততম গোলের সেঞ্চুরি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 22:55:14

কিলিয়ান এমবাপের মাঝে অনেকে খুঁজে ফেরেন ভবিষ্যতের লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কেউ কেউ তো এ ফরাসি তারকার মাঝে আর্জেন্টাইন ও পর্তুগিজ মহাতারকাদের ছাড়িয়ে যাওয়ার আভাস পেয়েছেন। তাদেরকে পুরোপুরি ছাড়িয়ে যেতে নিসন্দেহে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে।

তবে একটি বিষয়ে এখনই মেসি-রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন এমবাপে। দুই সুপারস্টারকে টপকে দ্রুততম সময়ে ১০০ গোলের মালিক বনে গেছেন পিএসজি-র এ তারকা।

মঙ্গলবার রাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স উড়িয়ে দিয়েছে অ্যান্ডোরাকে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৩৪তম দলের বিপক্ষে দ্বিতীয় সেরা দলের এমন ফল ছিল প্রত্যাশিত। এ ম্যাচেই নতুন এ কীর্তি গড়েছেন এমবাপে। ভেঙ্গে দিয়েছেন মেসি-রোনালদোদের রেকর্ড।

৪-০ গোলের জয়ের ম্যাচে ১১ মিনিটেই দ্য ব্লুজদের হয়ে গোলমুখ খোলেন পিএসজির এ মেগাস্টার। জাতীয় দলের হয়ে এটি তার ১৩তম গোল। এমবাপের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। এ গোলের মাধ্যমে বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দ্রুততম সময়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন এমবাপে।

এমবাপে ক্যারিয়ারের ১০০তম গোল পেলেন ২০ বছর ১৭৩ দিন বয়সে। যেখানে মেসি মাইলফলকটি স্পর্শ করেন ২২ বছর ৯৭ দিনে। আর রোনালদোর সময় লেগেছিল ২২ বছর ৩৫৬ দিন।

ফ্রান্স ও ক্লাবের হয়ে ১৮০ ম্যাচে গোলের শতক হাঁকালেন এমবাপে। সাবেক ক্লাব মোনাকোর (৬০ ম্যাচ) হয়ে গোল করে এসেছেন ২৭টি। পিএসজি-র (৮৭ ম্যাচ) হয়ে এখন পর্যন্ত পেয়েছেন ৬০ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে (৩৩ ম্যাচ) এমবাপের গোল ১৩টি।

এ সম্পর্কিত আরও খবর