দর্শকরা ফেরত পাবেন অর্থ; রিজার্ভ ডে নিয়ে মুখ খুলল আইসিসি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 03:00:01

বৃষ্টি! এবারের বিশ্বকাপে জয়-পরাজয় আর ক্রিকেটারদের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এই বেরসিক বৃষ্টি! কারণটাও সংগত প্রথম ১৬ ম্যাচের মধ্যেই পরিত্যক্ত তিনটি। যা কীনা বিশ্বকাপ ইতিহাসের রীতিমতো এক রেকর্ড। ব্রিস্টলে মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠেই নামতে পারেন নি ক্রিকেটাররা। তারপর থেকেই চলছে ধুন্ধুমার আলোচনা-ইংলিশ সামারে খেলা যখন হচ্ছে তখন রিজার্ভ ডে কি থাকতে পারতো না?

বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তবে খেলা দেখতে না পারা হতাশ দর্শকরা ফেরত পাবেন টিকিটের অর্থ। ম্যাচ না দেখে ঘরে ফেরা হতাশ দর্শকদের  টিকেটের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের মূল আয়োজক আইসিসি।

তারপরও সমালোচনা থেমে নেই। বিশ্বকাপ আয়োজনের সময় নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ছাড়া দিতেই দেরিতে বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। এমনিতে বৃষ্টি সারা বছরই লেগে থাকে ইংল্যান্ডে। আর জুন-জুলাইয়ে অঝোর ধারা থামেই না! এ কারণেই টেস্ট সিরিজ কিংবাি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ হয় এপ্রিল কিংবা মে মাসে।

ইংল্যান্ডের নতুন মৌসুম শুরু হয় অক্টোবরে। তারপরও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কেন এমনটা করেছে? ওয়ার্ল্ড কাপকে অনেকেই এখন ট্রল করে ডাকছেন রেইন কাপ নামে। বৃষ্টিতে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ঠিক জমছে না আসর। টসটাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে টস জিতলে এগিয়ে যাচ্ছে একটি দল!

এ অবস্থায় ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে দর্শক সবাই হতাশ। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ স্টিভেন রোডস এনিয়ে নিজেদের হতাশার কথাও শুনিয়েছেন মঙ্গলবার। বিশ্বকাপে এই পর্যায়ে রিজার্ভ ডে কেন নেই-প্রশ্ন তুলেছেন রোডস।

যদিও আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়ে দেন, এতো বড় একটা প্রতিযোগিতায় প্রত্যেক ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা খুব কঠিন। তিনি বলেন, ‘দেখুন, বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর আয়োজন করা অনেক জটিল হয়ে পড়বে। তাছাড়া রিজার্ভ ডেতে বৃষ্টি হবে না তারও কোনো গ্যারান্টি নেই।’

একটা ম্যাচ আয়োজনের পেছনে অনেক মানুষ জড়িত। রিচার্ডসন জানাচ্ছিলেন, ‘প্রতিটি ম্যাচেই প্রায় ১২০০ মানুষ যুক্ত থাকে। সহস্রাধিক মানুষ নিয়েই আমাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে হয়। সব মিলিয়ে জটিল একটা বিষয়কে আরও বড় করা সম্ভব ছিলো না।’

এ কারণেই শুধু সেমি-ফাইনাল আর ফাইনালেই আইসিসি রেখেছে রিজার্ভ ডে। প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা নক আউট পর্বে রিজার্ভ ডে রেখেছি। যেখানে একটা ম্যাচ আসলেই গুরুত্বপূর্ণ। এখন একেবারেই অদ্ভুত আবহাওয়া চলছে। গত দুদিনে আমরা প্রায় গড়ে এক মাসের বৃষ্টি দেখে ফেলেছি।’

আরো পড়ুন-

বিশ্বকাপ নাকি রেইন কাপ?

এ সম্পর্কিত আরও খবর