মাশরাফির ‘নরম’ পারফরমেন্স, প্রশ্ন-জবাব এবং জবাবদিহিতা!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ব্রিস্টল, ইংল্যান্ড থেকে | 2023-08-30 15:02:07

৬ ওভারে ৪৯ রান খরচ। কোনো সাফল্য নেই। ইকোনোমি রেট ৮.১৬।
৫ ওভারে কোনো উইকেট নেই, খরচ ৩২ রান। ইকোনোমি রেট ৬.৪০।
১০ ওভারে ৬৮ রানে মিললো একটি উইকেট। ইকোনোমি রেট ৬.৮০।

বিশ্বকাপে পেছনের তিন ম্যাচে মাশরাফি বিন মর্তুজার বোলিং পারফরমেন্স এটি। বলার মতো কিছু নেই। তাই সমালোচনা হবেই। এটা মেনেও নিচ্ছেন মাশরাফি। এই টুর্নামেন্টে এখনো নিজের সেরাটা দিতে পারেননি। ছন্দটাই খুঁজে পাচ্ছেন না। প্রথম দুই ম্যাচে নিজের স্পেলের পুরোটাও করতে পারেননি।

-কেন পারেননি। অধিনায়ক যদি ম্যাচে তার বোলিং কোটা পুরো না করেন, তাহলে দলের বাকি বোলারদের ওপর কি চাপ বেড়ে যায় না? নিজের এমন ‘নরম’ পারফরমেন্স এবং একাদশে তার ভুমিকা নিয়েও প্রশ্ন উঠা শুরু হয়েছে।

তবে সব প্রশ্নের ব্যাখা দিলেন মাশরাফি ক্রিকেটীয় চিন্তা- চেতনা ও যুক্তিতেই-‘এই প্রথমবারের মতো কোনো ম্যাচে আমি আমার বোলিং কোটা শেষ করিনি, তা কিন্তু না। আগেও করেছি। যখন যে পরিস্থিতি আসে, তখন সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। অধিনায়ক হিসেবে আমার মনে হয়েছে ম্যাচের ঐ সময়টায় অন্য কারোর বোলিংয়ের প্রয়োজন আছে-তাই আমি তাকে বোলিংয়ে ডেকেছি। নিজের কোটা বাকি রেখেছি। যে বেশি কার্যকর হবে তাকেই বল করার জন্য ডাকি।’

১৮ বছর ধরে ক্রিকেট খেলার পর যখন পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠে, তখন নিশ্চয়ই অবচেতনভাবে হলেও সেই ক্রিকেটারের মনেও প্রশ্ন জাগে-‘এতদিন তাহলে কি খেললাম! কার জন্য খেললাম?’

মাশরাফি হাসলেন। তবে সেই হাসিতেও অনেক কিছু লুকাতে পারলেন না। বললেন-‘না, এমন সব প্রশ্ন শুনে আমি হতাশ একেবারে না। আপনি যখন পেশাদার ক্রিকেটার হবেন। মাঠে নিজের সেরাটা যখন দিতে পারবেন না, তখন এমন প্রশ্ন শুনতেই হবে। এটা খুবই সহজ ব্যাপার। এটা মেনে নিতে হবে। আমি জানি না, কারা কি বলেছে? তবে আমি বলবো প্রথম দুই ম্যাচে উইকেটের যে ধরন ছিলো তাতে সব পেস বোলাররা ছয় বা সাড়ে ছয় করে রান খরচ করছিলো। তখন যদি কোনো স্পিনাররা ভালো বোলিং করে, তার হাতে তো বল দিতেই হবে। আর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রয়োজন ছিলো বিধায় আমি পুরো কোটার ১০ ওভার করেছি। আট-নয় নম্বর ওভার পর্যন্ত আমার সব ঠিকঠাক মতোই চলেছে। খারাপ সময়, ভালো সময় নিয়ে দিন শেষে একেকজন একেকভাবে বর্ণনা করে। আমি নিজের কাছ থেকেই আরো বেশি কিছু আশা করি। জেতার পেছনে ভুমিকা রাখতে পছন্দ করি। সেটা যদি না হয়, তখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করি। কোন মানুষ কি বললো, তার চেয়ে বড় ব্যাপার হলো আমি নিজে কি অনুভব করছি।’

নিজের কাজের আসল জবাবদিহিতা তো নিজের কাছেই!

এ সম্পর্কিত আরও খবর