হন্ডুরাসের জালে গোল উৎসব ব্রাজিলের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 10:32:49

চোট নিয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। তাতে কী? ব্রাজিল দলে তো তারকা ফুটবলারের কোনো অভাব নেই। দলের প্রাণভোমরাকে ছাড়াই ঘরের মাঠের টুর্নামেন্ট জেতার মিশনে প্রস্তুত সেলেসাও শিবির। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের সুবাদে হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে তেমন হুঙ্কারই যেন দিয়ে রাখল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার রাতে শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হলুদ শিবির ভক্তদের উপহার দিল নান্দনিক ফুটবলের সাম্বা নৃত্য। তার চেয়ে বড় কথা দলের সব তারকা ফুটবলারই পেয়েছেন গোলের দেখা। কোপা আমেরিকা শুরুর আগে যা তাদের বাড়তি অনুপ্রেরণা।

এস্তাদিও ন্যাসিওনাল ডি ব্রাসিলিয়ায় ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার জেসুস ও ডিফেন্ডার থিয়াগো সিলভা বলে মাথা ছুঁয়ে দুই গোলের লিড দেন লাতিন আমেরিকার এ ফুটবল পরাশক্তিকে। পরে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান ফিলিপ্পে কুতিনহো।

বিরতির পর জেসুস নিজের জোড়া গোল পূর্ণ করেন। পোর্তো অ্যালেগ্রিতে পরে মধ্য আমেরিকার দেশটির জালে একে একে বল জড়ান ডেভিড নেরেস, লিভারপুলের রবার্তো ফিরমিনো ও এভারটনের রিচার্লিসন।

অবশ্য ম্যাচের শুরুর দিকেই দশ জনের দলে পরিণত হয়েছিল হন্ডুরাস। ফাউল করায় লাল কার্ড দিয়ে তাদের মিডফিল্ডার রোমেল কুইওতোকে মাঠ থেকে বের করে দেন ম্যাচ রেফারি।

২০১২ সালের পর এটাই সাম্বা ফুটবলের সবচেয়ে বড় জয়। তা এসেছে আবার তারকা ফুটবলার নেইমার দলে না থাকার পরও। দিন কয়েক আগে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালিতে চোট পান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-র এ মেগাস্টার। যে কারণে নেইমার খেলতেই পারবেন না দক্ষিণ আমেরিকান ফুটবলের সব চেয়ে মর্যাদাকর এ আসরে।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়েই আট বারের কোপা আমেরিকা জয়ী ব্রাজিল তাদের প্রস্তুতি পর্ব শেষ করল। এর আগে চার বার আয়োজক হয়ে চারবারই কোপা আমেরিকা ট্রফি ঘরেই রেখে দিয়েছে তারা।

এবারও ব্রাজিলের সামনে তেমন সুযোগ। কারণ ১৫ জুন থেকে পর্দা উঠতে যাওয়া এ ফুটবল আসরের আয়োজক যে এবার ব্রাজিল। স্বাগতিকরা তাদের নিজেদের রেকর্ডটা ধরে রাখতে পারবে কী না তা সময়ই বলে দেবে। ভক্ত সমর্থকেরা এখন সাম্বা ফুটবলের ছন্দময় জাদু দেখার অপেক্ষায়। তাদের অপেক্ষার প্রহর শেষ হল বলে।

১৫ জুন (বাংলাদেশ সময়) সাও পাওলোতে ব্রাজিল ‘এ’ গ্রুপে থেকে কোপা জেতার ক্যাম্পেইন শুরু করবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর