বিশ্বকাপ বাছাইয়ে লাওসকে হারাল বাংলাদেশ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:19:18

থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পেই স্বপ্ন উড়িয়ে ছিলেন বাংলাদেশের কোচ জেমি ডে। লাওসের বিপক্ষে জয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তার শিষ্যরা কথা রেখেছেন। ঈদের পর দিন খুশির খবর নিয়ে এসেছেন মামুনুল ইসলামরা। লাওসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার (৬ জুন) কাতার বিশ্বকাপ প্রাক-বাছাই প্রথম পর্বের ম্যাচে লাওসের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি ফরোয়ার্ড রবিউল হাসান।

এনিয়ে লাওসের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ ফুটবল দল। গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে ১-০ গোলেই জয় তুলে নিয়েছিলেন জামাল ভুঁইয়ারা।

যদিও বৃহস্পতিবার নিজেদের মাঠে বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলেছে লাওস। খেলার ২৫তম মিনিটে গোলকিপার আশরাফুল ইসলাম রানা বল বিপদমুক্ত না করলে বাংলাদেশ পিছিয়ে যেতে পারতো।

একইভাবে ৬৭তম মিনিটে লিড নিতে যাচ্ছিল বাংলাদেশ দল। অভিজ্ঞ স্ট্রাইকার মামুনুল ইসলামের কর্নার থেকে ভেসে আসা বল কোনরকমে ফিস্ট করেন লাওসেস গোলরক্ষক। ৭১ মিনিটে এসে মহামূল্যবান গোলটি পেয়ে যায় বাংলাদেশ। লাওসের জালে বল পাঠান রবিউল।

গোল দিয়ে অবশ্য নিজেকে ধরে রাখতে পারেন নি রবিউল। গোল উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলেন তিনি। নিয়ম ভাঙায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে আছে লাওস। বাংলাদেশ ১৮৮ নম্বরে। ১১ জুন ফিরতি পর্বে এই লাওসের সঙ্গেই লড়বে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে ড্র করলেই কাতার বিশ্বকাপের বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন মামুনুলরা।

বাংলাদেশ দল
আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল হাসান)।

 

এ সম্পর্কিত আরও খবর