গেইল-রাসেলকে নিয়েই ফিল্ডিংয়ে উইন্ডিজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 07:51:33

ইঙ্গিতটা ছিল আগেই। চোটের শঙ্কা উড়িয়ে দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিশ্বকাপ লড়াইয়ে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

ম্যাচে কোনো পরির্বতন ছাড়াই নেমেছে অস্ট্রেলিয়া। আর ড্যারেন ব্রাভোর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন এভিন লুইস।

ট্রেন্ট ব্রিজে ম্যাচটা খেলার আড়ে ছন্দে রয়েছে দুই দলই। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতেই লড়ছে উইন্ডিজ এই মাঠে ক্যারিবিয়ানরা প্রথম ম্যাচে জিতেছে পাকিস্তানের বিপক্ষে। আর ব্রিস্টলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফেভারিটদের মতোই হারিয়েছে আফগানিস্তানকে।

টেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে বেশ ভুগিয়েছে পিঠের চোট। তবে তাতে দুশ্চিন্তা আগেই কেটে গিয়েছিল ক্যারিবিয়ানদের। শুধু ক্রিস গেইলই নন। অজিদের বিপক্ষে মাঠে নামছেন আন্দ্রে রাসেলও। চোট থাকলেও মিতব্যয়ী বোলিং দক্ষতা কাজে লাগাতে মাঠে থাকছেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে ধ্বংসাত্মক স্পেলে দুই উইকেট নিয়ে তার পূবার্ভাসও দিয়ে রেখেছেন ৩১ বছরের এ সুপারস্টার।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ১৩৯ ম্যাচে। যারমধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৭৩ ম্যাচে। ৬০টি ম্যাচ জিতেছে উইন্ডিজ। ৬টি ম্যাচে ফল আসেনি।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটামায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডম কটরেল, ওসানে থমাস।

এ সম্পর্কিত আরও খবর