আক্ষেপ ও আফসোস নিয়েই বাংলাদেশের হার!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ওভাল স্টেডিয়াম, লন্ডন থেকে | 2023-08-25 18:56:16

বিশ্বকাপের এই ম্যাচের কথা যখনই বাংলাদেশের মনে পড়বে,তখনই বুক চিরে একটা দীর্ঘশ্বাস-‘আহা আমরা জিততে পারতাম এই ম্যাচটাও!’ বাংলাদেশকে আফসোসে রেখে নিউজিল্যান্ড এই ম্যাচ জিতলো কোনেমতে। ২ উইকেটে জয়ী এই ম্যাচের কথা নিউজিল্যান্ড যখন ভাববে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তারাও-‘যাক বাবা বড় বাঁচা বেঁচে গেলাম!’

২৪৪ রান। চলতি বিশ্বকাপের হিসেব-নিকেষের আওতায় এটি ভীষণ রকম মামুলি স্কোর। কিন্তু এই সঞ্চয় নিয়েই বাংলাদেশ যেভাবে পুরোটা সময় লড়লো, তাতেই আরেকবার পরিস্কার-এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা আক্রমণাত্মক দল আর কেউ নয়, বাংলাদেশ!

রস টেলর যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত এই ম্যাচের হিসেবের পাল্লা পুরোপুরি হেলেছিলো নিউজিল্যান্ডের দিকেই। ৮২ রানে মোসাদ্দেকের স্পিনে রস টেলর আউট হওয়ার পর ম্যাচের মোড় বদলে যায়। তারও আগে এক ওভারে কেন উইলিয়ামসন ও টম ল্যাথামকে ফিরিয়ে দিয়ে মেহেদি হাসান মিরাজ স্বপ্নের শুরুটা এনে দেন। দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেলর যখন আউট হন, তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১৯১ রান। ম্যাচ জিততে তাদের চাই আর মাত্র ৫৪ রান। শেষ পাঁচ উইকেট হাতে, বাকি আরো সাড়ে ১২ ওভার। ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে পুরোপুরি। কিন্তু সেই ম্যাচও ঠিকই জমিয়ে দিলো বাংলাদেশ।

 মোহাম্মদ সাইফুদ্দিন তার শেষের স্পেলে বল হাতে যেন আগুন ছড়ালেন। গ্র্যান্ডহোম ও ম্যাট হেনরিকে চটজলতি ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনেন তিনি। চরম নাটকীয়তার দিকে গড়ায় ম্যাচ।

কিন্তু কিউই বোলার মিচেল স্যান্টার ও লকি ফার্গুসন শেষের সামান্য হিসেব ঠিকই চুকিয়ে দিলেন। হার নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ আরেকবার আফসোসে পুড়লো-আহা যদি ফিল্ডিংটা আরেকটু ঠিক হতো! যদি স্কোরবোর্ডে আরো কিছু রান জমা করা যেতো!

বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশ আগের চার মোকাবেলায় কখনোই হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। অজেয় থাকার নিউজিল্যান্ডের সেই রেকর্ডটা অক্ষুন্ন রইলো। বিশ্বকাপে দু’দলের পঞ্চম মোকাবেলায়ও নিউজিল্যান্ডই হাসলো। ২ উইকেটে হারা ম্যাচ থেকে বাংলাদেশ ফিরলো অনেক প্রশ্ন এবং একরাশ হতাশা নিয়ে।

ওভালের দিনরাতের এই ম্যাচে মামুলি সঞ্চয় নিয়েও বাংলাদেশ বোলিংয়ে যেভাবে লড়লো, সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেললো-২ উইকেটে হারা এই ম্যাচ  থেকে সেই স্পিরিট নিয়েই সামনে বাড়লো বাংলাদেশ। দারুণ বোলিংয়ের দিনে  ফিল্ডিংয়ে মুশফিক রহিম রান আউটের যে সুযোগ নষ্ট করলেন-এই ম্যাচের কালো দাগ ওটা।

বড় স্কোর গড়ার সুযোগ ছিলো বাংলাদেশের সামনে এই ম্যাচেও। কিন্তু সাকিব ছাড়া দলের বাকি পাঁচ ব্যাটসম্যান যে কায়দায় এবং যে সময় আউট হলেন তাতেই বড় স্কোরের সুযোগ নষ্ট!

উইকেটে টিকে যাওয়ার পর সবাই আউট হওয়ার পথ ধরলেন। ভালো শুরু করার পর কোথায় তারা বড় ইনিংস খেলবেন; তা হলো কই? কেউ যে ত্রিশের ঘরেই যেতেই পারলেন না! সাকিব আল হাসান বিশ্বকাপে তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি পেলেন। কিন্তু অপরপ্রান্ত থেকে বাকি অন্তত একজন ব্যাটসম্যানের কাছ থেকে বড় সমর্থন পেলে বাংলাদেশের স্কোরটা আরেকটু বড় হতো। চ্যালেঞ্জটা আরো বড় হতে নিউজিল্যান্ডের জন্য।

বাংলাদেশের জন্য এই ম্যাচের নাম আফসোস, আক্ষেপ এবং একরাশ হতাশা!

এ সম্পর্কিত আরও খবর